ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ছেলে-মেয়ের একসঙ্গে লেখাপড়ায় আমার আপত্তি ॥ শফী

প্রকাশিত: ০৮:৩৪, ১৩ জানুয়ারি ২০১৯

ছেলে-মেয়ের একসঙ্গে  লেখাপড়ায় আমার  আপত্তি ॥ শফী

বিডিনিউজ ॥ তার বক্তব্য ‘ভুলভাবে’ প্রচার করা হচ্ছে দাবি করে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফী বলেছেন, তিনি নারী শিক্ষার বিরোধিতা করেননি, আপত্তি করছেন ছেলে-মেয়ের একসঙ্গে লেখাপড়া করায়। এতে ‘পর্দার’ লংঘন হয় দাবি করে শনিবার এক বিবৃতিতে তিনি বলেছেন, “আমরা চাই এ দেশের নারীরা শিক্ষিত হোক, কারণ মা শিক্ষিত হলে সন্তান সঠিক শিক্ষা পাবে।” তবে নারীর শিক্ষার জন্য বর্তমানের শিক্ষা ব্যবস্থা নয়, ‘পর্দা’ রক্ষার শিক্ষার পরিবেশ তৈরি করার আহবান জানিয়েছেন তিনি। যেখানে পরিচালক থেকে শুরু করে কর্মকর্তারা সকলেই নারী থাকবেন। সে ধরনের শিক্ষাদানের ব্যবস্থা থাকলে আমরা তাতে উৎসাহিত করব, ইনশা আল্লাহ। চট্টগ্রামের হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার পরিচালক শফী শুক্রবার মাদ্রাসার ১১৮তম বার্ষিক মাহফিলে মুসলিমদের চার দফা ওয়াদা করান বলে কয়েকটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়। আহমদ শফী মেয়েদের স্কুল-কলেজে না দিতে এবং দিলেও সর্বোচ্চ ক্লাস ফোর বা ফাইভ পর্যন্ত পড়ানোর জন্য ওয়াদা নেন বলে এসব খবরে বলা হয়। এই খবর প্রকাশের পর দেশব্যাপী তার সমালোচনা শুরু হয়। এই প্রেক্ষাপটে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল শনিবার সকালে সাংবাদিকদের বলেন, এটা তার ‘ব্যক্তিগত’ বক্তব্য, রাষ্ট্রের নীতির সঙ্গে ‘অসামঞ্জস্যপূর্ণ ও বৈষম্যমূলক’ ওই বক্তব্য গ্রহণের সুযোগ নেই। বিবৃতি শাহ আহমদ শফী বলেছেন, তার বক্তব্যের একটি খন্ডাংশ বিভিন্ন মিডিয়ায় ‘ভুলভাবে’ উপস্থাপন করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।
×