ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষে গার্মেন্টস কর্মী নিহত

প্রকাশিত: ১৭:৩৪, ১৩ জানুয়ারি ২০১৯

নারায়ণগঞ্জে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষে গার্মেন্টস কর্মী নিহত

অনলাইন রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরে ওয়ারেন্টভূক্ত এক আসামিকে গ্রেফতার করাকে কেন্দ্র করে আসামিপক্ষের লোকজন ও গ্রামবাসীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়াসহ কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনা ঘটলে পুরো এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। শনিবার রাতে উপজেলার চানপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আশিক নামের এক গার্মেন্ট কর্মী নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ সময় আসামি পক্ষের সন্ত্রাসীরা পুলিশের দু’টি গাড়ি ভাঙচুর করে। আহতদের মধ্যে বাবু নামের এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে বন্দর থানা পুলিশ মদনপুরের চাঁনপুরে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে আটক করলে স্থানীয় খলিল মেম্বারের লোকজন তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এক পর্যায়ে পুলিশের উপর তারা আক্রমণ চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ঘটনার সময় এলাকায় ডাকাত আক্রমণ করেছে বলে মসজিদের মাইকে ঘোষণা দেয়া হলে স্থানীয় লোকজন জড়ো হয়ে পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বিনিময়ের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় আসামিপক্ষের লোকজন ও স্থানীয়রা পুলিশের ২টি গাড়ি ভাঙচুর করে। এতে ঘটনাস্থলে ৪ পুলিশ সদস্যসহ কমপক্ষে ১৫জন আহত হন। এসময় আশিক নামের এক যুবক নিহত হন বলে স্থানীয়রা জানান। আশিক একটি গার্মেন্টস কারখানায় কাজ করতো বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। সংঘর্ষের সময় সে বাজারে গিয়ে মাঝখানে আটকা পড়ে নিহত হয়। এদিকে খবর পেয়ে রাতেই অতিরিক্ত ৩ প্লাটুন পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এক ঘন্টা পর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে বন্দর থানার ওসি আজহারুল ইসলাম গুলি ছোড়ার কথা স্বীকার করে জানান,পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। তবে কেউ মারা গেছে বলে জানেন না তিনি।
×