ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আগে এলাকার উন্নয়ন-ফারুক

প্রকাশিত: ০২:১৫, ১৪ জানুয়ারি ২০১৯

আগে এলাকার উন্নয়ন-ফারুক

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা ১৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক গুলশানের একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের মিলনমেলার আয়োজন করেন। মতবিনিময়কালে তিনি বলেন, আগে মনে করতাম গুলশান, ক্যান্টনমেন্ট, ভাষানটেক এলাকায় বেশী কাজ করা লাগবে না। আমি নিজের এলাকা ঘুরেছি। পায়ে হেঁটে নিজ এলাকার মানুষের কষ্ট দেখেছি, তাদের জন্য কাজ করতে চাই। অনেক কাজ করার সুযোগ রয়েছে এখানে। এই এলাকার নৌকা যেহেতু আমার, কাজ আমাকেই করতে হবে। শুধু সিনেমার মানুষ হিসেবে আমি সংসদে যাইনি। রাজনীতির মানুষ হিসেবে সংসদে গেছি। দল থেকে আমাকে দলের ও দেশের কাজ করার জন্য সুযোগ দেয়া হয়েছে। মানুষের কাজ করতেই এমপি হয়েছি। চলচ্চিত্র নিয়ে তিনি বলেন, আমি আগেও বলেছি, রাজনীতি আমার প্রাণ আর সিনেমা আমার অন্তর। একজন এমপি কখনো শুধুমাত্র সিনেমার উন্নয়নের জন্য নির্বাচিত হন না। তাকে এলাকার লোকজনের জন্য কাজ করতে হয়। আর আমি যেহেতু সিনেমার মানুষ, সুযোগ পেলে সিনেমার জন্য কাজ করা বা কথা বলার বিষয়টি আমাকে মনে করিয়ে দিতে হবে না। আমি নিজেই সেই সুযোগ কাজে লাগাবো। আমাদের সবাইকে একসাথে মিলেমিশে কাজ করতে হবে। আমরা সবাই মাল্টিপ্লেক্স, সিনেপ্লেক্স চাই। এখনকার পরিবেশে দর্শক হলে আনতে হলে এটা করতেই হবে। প্রযোজক বাঁচানোর চেষ্টা করতে হবে সবার আগে। ভালো গল্পের দরকার, টেকনোলজির উন্নয়ন দরকার। ভালোবাসে সিনেমা দেখানোর পরিবেশ নিশ্চিত করা দরকার। আবার কখনো অভিনয়ে দেখা যাবে কী না সেই প্রসঙ্গে ‘মিয়াভাই’খ্যাত এই অভিনেতা বলেন, যদি ভালো গল্প পাই তবে অবশ্যই করবো। সিনেমার চরিত্র বাড়ানোর প্রচেষ্টায় শামিল হবো না। অনেকেই মৌলিক গল্প নিয়ে আসে, পরে খবর নিয়ে জানতে পারি সেটা অন্য কোনো সিনেমা বা কোথাও থেকে নেয়া। এমন গল্পে তো আর কাজ করা যায় না।
×