ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে পুণ্যস্নানে গিয়ে মৃত্যু ৪ পুণ্যার্থীর

প্রকাশিত: ২২:০৩, ১৫ জানুয়ারি ২০১৯

ভারতে পুণ্যস্নানে গিয়ে মৃত্যু ৪ পুণ্যার্থীর

অনলাইন ডেস্ক ॥ মকর সংক্রান্তিতে পুণ্যস্নানে গিয়ে মৃত্যু হল ৪ পুণ্যার্থীর। খোঁজ মিলছে না অনেকেরই। তবে ওই ৪ জনের স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই পুলিশ জানিয়েছে। আজ মঙ্গলবার ভোর থেকে পুণ্যার্থীদের ঢল নামে গঙ্গাসাগরে। সরকারি হিসেবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ২৭ লক্ষ পুণ্যার্থী এসেছেন গঙ্গাসাগর মেলায়। এই মহামেলা যাতে নির্বিঘ্নে শেষ করা যায়, তা নিশ্চিত করতে নবান্ন থেকে সরাসরি জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া ছাড়াও অন্তত ১০ জন মন্ত্রীকে আলাদা দায়িত্বও দেওয়া হয়েছে। তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছেন মুখ্যমন্ত্রী। মেলাপ্রাঙ্গণের নজরদারিও ভীষণ জোরদার করা হয়েছে। ২০টি ড্রোন সারাক্ষণ নজরদারি চালাচ্ছে। রয়েছে ৮০০ সিসি ক্যামেরা। আর সমুদ্রে ভেসে বেড়াচ্ছে উচ্চ-ক্ষমতাসম্পন্ন হাই-স্পিড ভেসেল। মেলা চত্বর ঘিরে রাখা হয়েছে বিশালাকার অনেকগুলো এলইডি স্ক্রিনে। পুলিশ জানিয়েছে, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত মোট ৮২ জন নিখোঁজ ছিলেন। বেলার দিকে ৭২ জনকে উদ্ধার করা গিয়েছে। এখনও নিখোঁজ ১০ জন। ছিনতাই-চুরি সহ নানা অভিযোগে গ্রেফতার করা হয়েছে অন্তত ৫০ জনকে। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×