ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলে সংলাপে যাবো, না হলে যাবো না

প্রকাশিত: ২২:৫২, ১৫ জানুয়ারি ২০১৯

নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলে সংলাপে যাবো, না হলে যাবো না

অনলাইন রিপোর্টার ॥ প্রহসনের নির্বাচন ও ভোট ডাকাতির জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের স্টেডিয়ামে গিয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘ওবায়দুল কাদের বলেছেন, যাদের সঙ্গে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী সংলাপ করেছেন, তাদের সঙ্গে তিনি আবার সংলাপে বসবেন ও চায়ের আমন্ত্রণ জানাবেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের এজেন্ডা থাকলে আমরা সংলাপে যাবো, নাহলে যাবো না। এটাই ঐক্যফ্রন্ট ও বিএনপির সিদ্ধান্ত।’ আজ মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে দলের আহত এক কর্মীকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। দুর্বৃত্তদের হামলায় যশোরের যুবদলকর্মী ফয়সালকে দেখতে যান বিএনপির মহাসচিব। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘সারাদেশ এখন হাসপাতালে পরিণত হয়েছে। ৩০ ডিসেম্বর নির্বাচনের পর থেকে আওয়ামী লীগ প্রতিটি জেলায় অত্যাচার, নির্যাতন ও নৈরাজ্য সৃষ্টি করেছে।’ তিনি বলেন, ‘আওয়ামী লীগ ফাঁকা মাঠে গোল করার যে কৌশল নিয়েছিল, তা জাতির সামনে উঠে এসেছে। এই সরকারের কোনও লজ্জাশরম নেই। ক্ষমতাসীন সরকার একাদশ সংসদ নির্বাচনে এতো বড় একটা চুরি করেছে যে তা এখন সামাল দিতে পারছে না।’ বিএনপির এই নেতা বলেন, ‘যশোরের যুবদলকর্মী ফয়সালকে ছুরিকাঘাত করা হয়েছে। তার শরীরে আট ব্যাগ রক্ত দিতে হয়েছে। ক্ষমতা কি ভয়ঙ্কর! মানুষকে আর মানুষ মনে হয় না তাদের। দেশের কোনও মানুষের মুখে কোও হাসি নেই। কারও মুখেই হাসি দেখি না। নির্বাচন নিয়ে সবার বুকের মধ্যে কষ্ট।’ হাসপাতালে এসময় মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, শায়রুল কবির খান প্রমুখ।
×