ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অহনার শারীরিক অবস্থা অবনতি

প্রকাশিত: ০১:০৫, ১৫ জানুয়ারি ২০১৯

অহনার শারীরিক অবস্থা অবনতি

অনলাইন রিপোর্টার ॥ মঙ্গলবার (৮ জানুয়ারি) অহনা পুরান ঢাকা থেকে তার খালাতো বোনকে সঙ্গে নিয়ে উত্তরায় নিজ বাসভবনের উদ্দেশ্যে যাচ্ছিলেন। ফেরার পথে উত্তরার কাবাব ফ্যাক্টরি থেকে কিছুটা সামনে সাত নম্বর সেক্টরের পূর্ব মাথায় একটি বেপরোয়া গতির পাথর বোঝাই ট্রাক ধাক্কা দিয়ে অহনার প্রাইভেটকারের ক্ষতি করে। অহনা নিজের গাড়ির ক্ষতি হয়েছে দাবি করে ট্রাক ড্রাইভারকে নামতে বললে ইচ্ছাকৃতভাবে আবারো অহনার কারটিকে জোরে ধাক্কা দেয় চালক। রাজধানীর উত্তরার ৭নং সেক্টরের একটি রাস্তায় পাথর বোঝাই একটি ট্রাক বেপরোয়া গতিতে এসে অভিনেত্রী অহনার গাড়িকে ধাক্কা দেয়। বিষয়টি প্রতিবাদ করায় অহনাকে ঝুলিয়ে সেই ট্রাক ছেড়ে দেয়। পরে হঠাৎ ব্রেক করলে অহনা ছিটকে পড়ে মারাত্মকভাবে আহ হন। পরে তাকে উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। তবে চিকিৎসাধীন অহনা রহমানের শারীরিক অবস্থা সংকটাপূর্ণ। রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতাল থেকে তাঁকে গতকাল সোমবার বসুন্ধরার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এ বিষয়ে অহনার খালাতো বোন লিজা ইয়াসমীন মিতু বলেন,‘অহনার অবস্থা খুব সংকটাপূর্ণ। পুরো শরীরে তাঁর রক্তে জীবাণু ছড়িয়ে গেছে। এমআরআই করাতে হবে। তাই চিকিৎসকের পরামর্শে আমরা তাঁকে অ্যাপোলো হাসপাতালে নিয়ে এসেছি। শরীরে তাঁর ব্যথা একদম কমছে না। সবাই তাঁর জন্য দোয়া করবেন।’ এ ঘটনায় অহনার খালাতো বোন লিজা মিতু বাদী হয়ে ৯ জানুয়ারি উত্তরা থানায় মামলা করেছেন। মামলা নং ২৩০(৫) ১। এমন অমানবিক ঘটনার পরও সহমর্মিতা প্রকাশ করেননি ট্রাকের ড্রাইভার ও মালিক। বরং মামলা করায় অহনা ও তার পরিবারকে নানান হুমকি দেয়া হচ্ছে বলে জানান মিতু। মিতু জানান, বুধবার রাতে পুরান ঢাকায় শুটিং শেষে অহনা ব্যক্তিগত গাড়ি চালিয়ে উত্তরার বাসায় ফিরছিলেন। এ সময় তিনি অহনার সঙ্গে ছিলেন। পুরান ঢাকা থেকে রাত সোয়া ৩টার দিকে উত্তরার ৭ নম্বর সেক্টরে লেকড্রাইভ রোডে আসেন তখন পাথরবোঝাই একটি ট্রাক তাঁদের গাড়িকে ধাক্কা দেয়। গাড়ি থেকে বের হয়ে অহনা ট্রাকচালককে নামতে বললে উল্টো তাঁকেই দোষারোপ করেন চালক। এরপর চালক ইচ্ছে করে তাঁদের গাড়ির পেছনে আবার জোরে ধাক্কা দেন। এতে গাড়ির অনেক বেশি ক্ষতি হয়। এরপর অহনা ক্ষুব্ধ হয়ে ট্রাকচালকের পাশের দরজায় উঠে যান। চালক অহনাকে নিয়েই ট্রাক চালানো শুরু করে দেন। ট্রাকের দরজার জানালা ধরে ঝুলতে থাকেন অহনা। আর তিনি ট্রাকের পেছন পেছন দৌড়াতে থাকেন। ট্রাকটি ১২ নম্বর সেক্টরে জোরে বাঁক নেওয়ার সময় উল্টে যায়। অহনা ছিটকে পড়েন রাস্তার ওপর। পরে ট্রাক ফেলেই চালক ও সহকারী পালিয়ে যায়। এরপর তিনি অহনাকে দ্রুত হাসপাতালে ভর্তি করান। অহনা কোমরের হাড়ে ও পিঠে অনেক ব্যথা পেয়েছেন। সেই মামলার ভিত্তিতে শনিবার (১২ জানুয়ারি) সকালে সেই ট্র্যাক ড্রাইভার মোঃ সুমন ও তার হেল্পার মোঃ রুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন এই মামলার প্রধান তদন্ত কর্মকর্তা হুমায়ূন কবির। তিনি জানান, হেল্পারকে গতকাল রাতেই ধরেছি। এরপর আজ সকাল ৭টার দিকে ট্র্যাক ড্রাইভার সুমনকে আশুলিয়া থেকে গ্রেফতার করেছি। টিভি নাটকে নিয়মিত অভিনয় করেন অহনা। এর পাশাপাশি বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘চোখের দেখা’ মুক্তি পায় ২০১৭ সালে।
×