ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নারী আসন ॥ প্রথম দিন আওয়ামী লীগের ৬০৫ মনোনয়নপত্র বিক্রি

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ জানুয়ারি ২০১৯

নারী আসন ॥ প্রথম দিন আওয়ামী লীগের ৬০৫ মনোনয়নপত্র বিক্রি

বিশেষ প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদে সরাসরি নির্বাচনের পর এখন সংরক্ষিত ৫০টি নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। রীতিমতো উৎসাহ-উদ্দীপনায় মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যায় ৬টা পর্যন্ত সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বিক্রি করেছে আওয়ামী লীগ। প্রথম দিনেই ৩০ হাজার টাকা মূল্যের ৬০৫টি মনোনয়নপত্র বিক্রি করেছে দলটি। এতে প্রথম দিনেই মনোনয়নপত্র বিক্রি করে আওয়ামী লীগের তহবিলে জমা পড়েছে ১ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকা। এ বিষয়ে যোগাযোগ করা হলে আওয়ামী লীগের উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, উৎসাহ-উদ্দীপনায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীরা দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। দেশের ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারী নেত্রীদের অনেকেই মনোনয়নপত্র কিনেছেন। এছাড়া দলের দুর্দিনে অবদান রাখা যোগ্যতা সম্পন্ন নেত্রীরাও আছেন মনোনয়ন সংগ্রহ তালিকায়। তিনি বলেন, প্রথম দিনে বিকেল ৬টা পর্যন্ত ৬০৫টি মনোনয়নপত্র বিক্রি হয়। প্রতিটি মনোনয়নপত্রের শুভেচ্ছা মূল্য ছিল ৩০ হাজার টাকা। মঙ্গলবার সকাল ১০টায় ধানম-ির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নপত্র ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা দক্ষিণ মহিলা আওয়ামী লীগের নেত্রী নার্গিস রহমানকে ফরম দেয়ার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ফরম বাবদ জনপ্রতি ৩০ হাজার টাকা করে নেয়া হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, উপদফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রথম দিনেই মনোনয়নপত্র কিনেছেন এক সময়ের রূপালী পর্দা কাঁপানো প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী সারাহ বেগম কবরী, জনপ্রিয় অভিনেত্রী সুবর্ণা মোস্তফা, চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস, জ্যোতিকা জ্যেতি, শমী কায়সার, শাহানুর, সুজাতা, ২০০১ সালের নির্বাচনের পর বিএনপি-জামায়াত জোট সন্ত্রাসীদের হাতে গণধর্ষণের শিকার পূর্ণিমা রানী শীল, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রয়াত মাহবুবুল হক শাকিলের সহধর্মিণী এ্যাডভোকেট নীলুফার আনজুম পপি, ২১ আগস্ট গ্রেনেড হামলায় শ্রবণশক্তি হারানো সুপ্রীমকোর্টের আপীল বিভাগের সাবেক বিচারপতি শামসুল হুদা মানিকের কন্যা শাহীন সুলতানা শান্তাসহ আলোচিত অনেকেই। মনোনয়নপত্র ফরম সংগ্রহ করে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী সাংবাদিকদের বলেন, আমাদের দেশে পুরুষের পাশাপাশি এখন নারীরাও রাজনীতিতে অগ্রণী ভূমিকা পালন করছে। নারীরা ঘর-সংসার, ছেলেমেয়ে সবাইকে সামাল দিয়ে, সবার ডিমান্ড ফিলআপ করে বিভিন্ন, মিটিং, মিছিল, সভা ও সমাবেশে অংশগ্রহণ করছে। তিনি বলেন, আমি মনে করি, সংসদ সদস্য নির্বাচিত হতে পারলে সংসদে জনগণের প্রত্যাশা পূরণে জরুরী ভূমিকা রাখতে পারব। যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আক্তার বলেন, সংরক্ষিত আসনে কাজ করার সুযোগ কম থাকলেও নারীদের এগিয়ে নিতে এর মধ্যে দিয়েই কাজ করতে হবে। নারীরা সংসদ-সংসার দুটোই সামাল দিতে পারে। প্রথম দিনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অভিনেত্রী সারাহ বেগম কবরী। ২০০৮ সালের নারায়ণগঞ্জ থেকে তিনি নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর সারাহ বেগম কবরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসে বলীয়ান হয়ে একবার জনগণের ভোটে নির্বাচিত হয়েছি। এবারও আমার বিশ্বাস যে তিনি আমাকে সুযোগ দেবেন। নারী আসনে মনোনয়নপত্র কিনে ব্যারিস্টার ওলোরা আফরিন বলেন, দীর্ঘদিন থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে আছি। দলীয় সভানেত্রীর কাছে আমি সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রত্যাশা করছি। এছাড়া মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা ক্রীক, নার্গিস রহমান, খালেদা খানম, শামীম সুলতানা, আসমা আকতার রুনা, বনশ্রী বিশ্বাস স্মৃতিকণা প্রমুখ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
×