ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পদ্মা সেতুর বাকি দুটি খুঁটির নক্সাও অনুমোদন

প্রকাশিত: ০৮:৩৭, ১৬ জানুয়ারি ২০১৯

পদ্মা সেতুর বাকি দুটি খুঁটির নক্সাও অনুমোদন

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ পদ্মা সেতুর বাকি দুই খুঁটির নক্সাও অনুমোদন হয়ে গেছে। মঙ্গলবার সেতুর মাওয়া প্রান্তের ৬ ও ৭ নম্বর খুঁটির অনুমোদিত নক্সা ঠিকাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। এরই মধ্য দিয়ে নক্সা সংক্রান্ত চ্যালেঞ্জ সফল হল। পদ্মা সেতুর ৪২টি খুঁটির ৪০ খুঁটির নক্সা ইতোমধ্যেই চূড়ান্তভাবে অনুমোদন হয়। কিন্তু ওই দু’টি খুঁটির নক্সা বাকি ছিল। পদ্মার তলদেশে মাটি নরম থাকার কারণে বিশেষ চ্যালেঞ্চ তৈরি হয়েছিল। বিশ্বের প্রথম খাঁজকাটা (ট্যাম) পাইল ব্যবহারের মাধ্যমে এই চ্যালেঞ্জ সফল হয়েছিল। এসব পিলারে খাঁজকাটা পাইল বসিয়ে বিশেষ ধরনের সিমেন্টের মিশ্রণে নরম মাটি শক্ত করার নক্সা চূড়ান্ত হয়। কিন্তু ৬ ও ৭ নম্বর পিলারে আগে থেকে ছয়টি পাইল বসে যাওয়ায় চিন্তায় পড়েন বিশেষজ্ঞরা। এসব পাইল তুলে নতুন করে পাইল বসানোর কথাও ভাবা হয়। শেষ পর্যন্ত আগে থেকে বসে যাওয়া পাইলগুলো রেখেই ৬ ও ৭ নম্বর পিলারের চ‚ড়ান্ত নক্সাটি অনুমোদন হয়েছে। সেতুর এই অংশে প্রবল ¯্রােত বহমান। তাই বর্ষা মৌসুম আসার আগেই এই ৬ ও ৭ নম্বর খুঁটি দু’টিতে খাঁজকাটা পাইল বসানো হয়। নতুন চূড়ান্ত নক্সা অনুযায় ৭টি করে পাইল বসবে। তাই ঠিকাদারি প্রতিষ্ঠান চূড়ান্ত নক্সা হাতে পেয়েই পাইল স্থাপনের প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে এই দু’টি খুঁটিতে পাইল ড্রাইভ শুরু হবে বলে মঙ্গলবার রাত সাড়ে ৮টায় দায়িত্বশীল প্রকৌশলীরা নিশ্চিত করেছেন। মাওয়ায় কর্মরত প্রকৌশলীরা জানান, গত দুই দিন আগে এই নক্সা অনুমোদন হলেও হাতে পৌঁছার পর মঙ্গলবারই ঠিকাদারকে বুঝিয়ে দেয়া হয়েছে। ব্রিটিশ পরামর্শক প্রতিষ্ঠান কাউই ইউকে লিমিটেডের বিশেষজ্ঞরা মাটি পরীক্ষার প্রতিবেদনসহ বিভিন্ন তথ্য যাচাই করে এই নক্সাটি চূড়ান্ত করা হয়েছে। তাই এখন পদ্মা সেতুর অগ্রযাত্রা আরেক ধাপ এগিয়ে গেল। এখন নক্সা সংক্রান্ত আর কোন জটিলতাই রইলো না। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সব নক্সা বুঝিয়ে দেয়া কাজের গতি বেড়ে যাবে বলে জানিয়েছেন সেতু কর্র্র্র্তৃপক্ষ। মূল পদ্মা সেতুর নদীর অংশে ৪০টি খুঁটির মধ্যে ৬টি করে মোট ২৪০টি পাইল বসানোর নক্সা করেই কাজ শুরু হয়েছিল। কিন্তু নদীর তলদেশে নরমমাটির স্তর পাওয়ার কারণে বড় ধরনের সমস্যার সম্মুখীন হয়। পরে এই সংক্রান্তে বিশ্বের শীর্ষ পর্যায়ের বিশেজ্ঞদের গবেষণায় বেরিয়ে আসে নতুন নক্সা। সেতুর ২২টি খুঁটিতেই মাঝ খানে আরও একটি করে পাইল বাড়িয়ে দেয়া হয়। আর ১১টি খুঁটিতে খাঁজকাটা পাইল স্থাপানের সিদ্ধান্ত হয়। পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম জানিয়েছেন, ৬ ও ৭ নম্বর খুঁটির নক্সা অনুমোদনের পর পাইল বসানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখন বড় কোন সমস্যা আর নেই। ৩৬ ও ৩৭ নম্বর খুঁটিতে ষষ্ঠ স্প্যানটি জানুয়ারি মাসেই বসানো হবে বলে জানান। এদিকে পিলার ও স্প্যানের পাশাপাশি সেতুতে রেলপথের জন্য স্লাব বসানোর কাজও এগিয়ে চলছে। চলতি মাসেই শুরু হচ্ছে ২২ মিটার প্রস্থের রোডওয়ে স্লাব বসানোর কাজ। সবমিলিয়ে পদ্মা সেতুর প্রকল্প নতুন বিশেষ সময় পার করছে।
×