ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

টেরেসা মের ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে প্রত্যাখ্যান

প্রকাশিত: ০৯:২৯, ১৬ জানুয়ারি ২০১৯

টেরেসা মের ব্রেক্সিট চুক্তি পার্লামেন্টে প্রত্যাখ্যান

জনকণ্ঠ ডেস্ক ॥ ব্রিটেনের প্রধানমন্ত্রী টেরেসা মের ব্রেক্সিট চুক্তি দেশটির পার্লামেন্টে ২৩০ ভোটে প্রত্যাখ্যাত হয়েছে। ক্ষমতাসীন কোন ব্রিটিশ সরকারের জন্য এটি সবচেয়ে বড় পরাজয়। পাঁচ দিন ধরে আলোচনার পর মঙ্গলবার রাতে হাউস অব কমন্সে ভোটের এই ফলে অর্ধ শতকের মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক সঙ্কটে পড়া দেশটির অনিশ্চয়তা আরও বাড়ল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রক্রিয়া নিয়ে টেরেসা মে পার্লামেন্টে তার পরিকল্পনা উপস্থাপন করেছিলেন। এই পরিকল্পনার বিপক্ষে ৪৩২ ভোট এবং পক্ষে ২০২ ভোট পড়ে। খবর বিবিসির। টেরেসার রক্ষণশীল দলের অনেকে বিপক্ষে ভোট দেন, লেবার পার্টি ও ডেমোক্র্যাটিক ইউনিয়নিস্ট পার্টিসহ অন্যান্য বিরোধী দলের এমপিরা তো ছিলেনই। ভোটের ফলের পর লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, এটা সরকারের জন্য বিপর্যয়কর পরাজয়। এখন টেরেসার সামনে দুটি পথ খোলা রয়েছে, একটি হলো তিন দিনের মধ্যে পার্লামেন্টে নতুন আরেকটি চুক্তির খসড়া পেশ করা, অন্যটি হচ্ছে ইইউর দেয়া চূড়ান্ত সময়সীমা ২৯ মার্চ থেকে আবার বাড়িয়ে নেওয়া। আর তা না হলে আগামী ২৯ মার্চ এক রাতেই ইউরোপের ২৭টি দেশের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন হয়ে বড় ধরনের সঙ্কটে পড়তে হবে যুক্তরাজ্যকে। ২০১৬ সালের ২৩ জুন যুক্তরাজ্যে এক গণভোটে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দেশটির চার দশকের সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত হয়। পৌনে দুই কোটি ভোটারের ৫২ শতাংশ ভোট দিয়েছিল ইইউ থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে। তাদের কথা ছিল, ইইউর অন্য দেশগুলোকে টানতে গিয়ে তাদের পাউন্ড খরচ হয়ে যাচ্ছে। অন্যদিকে ৪৮ শতাংশের ভোট ছিল ইউরোপের আরও ২৭টি দেশের জোটে থেকে যাওয়ার। ওই ভোটে হারের পর তারা পুনরায় গণভোটের দাবিও তুলেছিল, তবে তা ঘটেনি। (পূর্ববর্তী খবর ৫ এর পাতায়...)
×