ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এসপিভি চালুর তারিখ এখনো ঘোষণা করতে পারেনি ইউরোপ ॥ ইরান

প্রকাশিত: ১৮:৫৯, ১৬ জানুয়ারি ২০১৯

এসপিভি চালুর তারিখ এখনো ঘোষণা করতে পারেনি ইউরোপ ॥ ইরান

অনলাইন ডেস্ক ॥ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তার দেশের সঙ্গে আর্থিক লেনদেনের বিশেষ ব্যবস্থা- এসপিভি চালু করার বিষয়ে ইউরোপ এখনো সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে পারেনি। সম্প্রতি তিনি সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান। জানুয়ারি মাসের শেষ নাগাদ এসপিভি চালু হবে বলে কোনো কোনো সংবাদ মাধ্যমে যে জল্পনা চলছে সে সম্পর্কে কাসেমি বলেন, ইউরোপীয় ইউনিয়ন এখনো এসপিভি ব্যবস্থা চূড়ান্ত করতে সক্ষম হয়নি। তবে এই বিশেষ চ্যানেল স্থাপনের ব্যাপারে ইউরোপের রাজনৈতিক সদিচ্ছার ঘাটতি নেই বলে জানান কাসেমি। তিনি বলেন, ইরানের দৃষ্টিতে এসপিভি নিয়ে ইউরোপ যথেষ্ট কালক্ষেপণ করেছে এবং এই বিলম্বের বিষয়টি তেহরানের কাছ গ্রহণযোগ্য নয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের মে মাসে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। একইসঙ্গে তিনি তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের নির্দেশ দেন যা নভেম্বরে বাস্তবায়িত হয়। কিন্তু তিন ইউরোপীয় দেশসহ পরমাণু সমঝোতার বাকি পক্ষগুলো এই সমঝোতা টিকিয়ে রাখার প্রত্যয় ব্যক্ত করে এবং তেহরানকে এই সমঝোতায় বহাল থাকার আহ্বান জানায়। মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান যাতে বৈদেশিক লেনদেন করতে পারে সেজন্য ইউরোপীয় ইউনিয়ন ইরানের সঙ্গে একটি বিশেষ অর্থনৈতিক চ্যানেল চালু করার প্রস্তাব দেয়। কিন্তু ছয় মাসের বেশি সময় পার হয়ে গেলেও এখন পর্যন্ত সে প্রতিশ্রুতি বাস্তাবয়ন করতে পারেনি ইউরোপীয় দেশগুলো।
×