ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

মার্কিন সেনাদের মিশন থামিয়ে দিল হাশ্দ আশ-শাবি

প্রকাশিত: ১৯:২৭, ১৬ জানুয়ারি ২০১৯

মার্কিন সেনাদের মিশন থামিয়ে দিল হাশ্দ আশ-শাবি

অনলাইন ডেস্ক ॥ ইরাকের জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন হাশ্দ-আশ-শাবি মার্কিন সেনাদের একটি তথ্য সংগ্রহের মিশন থামিয়ে দিয়েছে। ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশে এবং সিরিয়া সীমান্তে হাশ্দ আশ-শাবি ও তাদের অবস্থান সম্পর্কে মার্কিন সেনারা গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছিল। আনবার প্রদেশের হাশ্দ আশ-শাবির কমান্ডার কাসিম মোহসেন সম্প্রতি আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আস-সুমারিয়াকে বলেন, মার্কিন সেনাদের এ তৎপরতা ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘনের শামিল। এছাড়া, সীমান্তে মার্কিন সেনা মোতায়েন ও সন্ত্রাসীদের জন্য তাদের অস্ত্র সহায়তার বিষয়টি ইরাকের জন্য মারাত্মক রকমের ঝুঁকি। সীমান্তে মার্কিন সেনাদের তথ্য সংগ্রহে বাধা দেয়া প্রসঙ্গে কাসিম মোহসেন বলেন, হাশ্দ আশ-শাবির যোদ্ধাদের বাধার মুখে মার্কিন সেনারা সেখান থেকে তাদের ঘাঁটিতে ফিরে যায়, হাশ্দ আশ-শাবির যোদ্ধাদের সঙ্গে কোনো দ্বন্দ্বে লিপ্ত হয় নি। ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই স্বেচ্ছাসেবী সংগঠন।
×