ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

বেফাঁস মন্তব্য ॥ সারাদিন বাড়িতে হার্দিক পান্ডিয়া !

প্রকাশিত: ১৯:৩৮, ১৬ জানুয়ারি ২০১৯

বেফাঁস মন্তব্য ॥ সারাদিন বাড়িতে  হার্দিক পান্ডিয়া !

অনলাইন ডেস্ক ॥ একটি ঘটনাই যেন জীবনটা দুর্বিষহ করে তুলেছে হার্দিক পান্ডিয়ার। মঙ্গলবার ছিল হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব 'মকর সংক্রান্তি'। অথচ এমন উৎসবের দিনেও ঘরের বাইরে বের হননি ভারতীয় এই অলরাউন্ডার, পুরোটা দিন কাটিয়েছেন বারোদার বাড়িতেই। মকর সংক্রান্তি হিন্দুদের প্রাচীন উৎসবের মধ্যে একটি। সামাজিক এই অনুষ্ঠানে রঙে রঙে সাজানো হয় এলাকাগুলো। ছেলেমেয়েরা বাড়ি বাড়ি গিয়ে টাকা সংগ্রহ করে, সেইসঙ্গে নাচ-গান, মেলা, ঘুড়ি উড়ানোসহ নানা ধরণের আনন্দ উদযাপনে সময় পার করে। হার্দিক পান্ডিয়া এমনিতে ঘুড়ি উড়াতে খুব পছন্দ করেন। কিন্তু অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার পর সেটাও করতে যাননি এই অলরাউন্ডার। তার বাবা হিমাংসু জানিয়েছেন, ছেলে ঘরে বসে ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যকার দ্বিতীয় ওয়ানডে দেখেছে। প্রসঙ্গত, ভারতের জনপ্রিয় টক শো 'কফি উইথ করণ'-এ নারীদের নিয়ে বেফাঁস মন্তব্য করার দায়ে হার্দিক পান্ডিয়া আর লোকেশ রাহুলকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেট বোর্ড। সিরিজের মাঝপথেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের। হার্দিকের বাবা জানালেন, দেশে ফেরার পর থেকে বাড়ির বাইরে বের হয়নি তার ছেলে, 'সে ম্যাচ দেখেছে। অস্ট্রেলিয়া থেকে আসার পর সে বাড়ির বাইরে বের হয়নি। সে কারও কলও ধরছে না। শুধু বিশ্রাম নিচ্ছে।' গুজরাটে ছুটির দিন থাকলেও হার্দিক এই সময়টায় আনন্দ করতে বের হননি উল্লেখ করে হিমাংসু বলেন, 'এটা উৎসবের দিন, গুজরাটে সাধারণ ছুটি। কিন্তু হার্দিক ঘুড়ি উড়াতেও বের হয়নি। অথচ সে ঘুড়ি উড়াতে খুব পছন্দ করে। ব্যস্ত ক্রিকেট সূচির কারণে গত কয়েক বছরে সে বাড়িতে থাকতে পারেনি। এবার তার ঘুড়ি উড়ানোর সুযোগ ছিল। কিন্তু উৎসব উদযাপনের মতো মন মানসিকতাই ছিল না।'
×