ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বঙ্গমাতা অ-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল উপলক্ষ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: ০০:৪৯, ১৬ জানুয়ারি ২০১৯

বঙ্গমাতা অ-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ ফুটবল উপলক্ষ্যে চুক্তি স্বাক্ষর

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ফুটবলে যোগ হচ্ছে নতুন আরেকটি অধ্যায়। ছেলেদের পর এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) মেয়েদের জন্যও আয়োজন করতে যাচ্ছে কোন আন্তর্জাতিক আসর। যার নাম ‘বঙ্গমাতা অনুর্ধ-১৯ নারী আন্তর্জাতিক গোল্ডকাপ’। এখন থেকে প্রতিবছরই নির্ধারিত সময়ে হবে প্রথমবারের মতো আয়োজিত মেয়েদের এই আসর। বুধবার বাফুফে ভবনে স্পন্সর প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সঙ্গে টুর্নামেন্টের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন বাফুফে সভাপতি কাজী মোঃ সালাহ্উদ্দিন। প্রশ্ন হচ্ছে অনুর্ধ-১৯ বছর বয়সীদের জন্য কেন? বাফুফে জানিয়েছে বয়সভিত্তিক টুর্নামেন্টে মেয়েরা ভালো করছে। ফলে বাফুফে মনে করে এখন সময় হয়েছে মেয়েদের জন্য আন্তর্জাতিক আসর আয়োজনের। মেয়েরা এখনও বয়সে ছোট। তারা সিনিয়র জাতীয় দলগুলোর বিরুদ্ধে খেললে পারবে না। এজন্যই এবার অ-১৯ দলের জন্য করা হচ্ছে এই টুর্নামেন্টটি। যাতে করে তারা প্রতিযোগিতার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে পারে। এবং এতে করে ভবিষ্যতে সিনিয়র টিমের জন্য টুর্নামেন্টটি আয়োজনের সুযোগ তৈরি হবে। এই টুর্নামেন্ট হবে বাংলাদেশ এবং এশিয়ার বিভিন্ন জোনের ৫টি দল নিয়ে। এ লক্ষ্যে বাফুফে আপাতত ১০টি দেশের ফুটবল ফেডারেশনের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে। এখান থেকে চূড়ান্তভাবে পাঁচটি দলকে নেয়া হবে। টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে এপ্রিলের শেষ দিকে। প্রথমবারের মতো আয়োজিত মেয়েদের এই আন্তর্জাতিক টুর্নামেন্টটি হবে ঢাকায়। যার ভেন্যু হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এবং কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোঃ মোস্তফা কামাল স্টেডিয়াম।
×