ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

দেশে ফিরে গেলেন রাবি’র ৫ বিদেশী শিক্ষার্থী

প্রকাশিত: ০০:৫১, ১৬ জানুয়ারি ২০১৯

দেশে ফিরে গেলেন রাবি’র ৫ বিদেশী শিক্ষার্থী

রাবি সংবাদদাতা ॥ কর্তৃপক্ষকে না জানিয়েই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ডরমিটরি ছেড়ে দেশে চলে গেছেন পাঁচ নেপালি শিক্ষার্থী। ভাষাগত সমস্যা ও পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে না পারায় তারা ফিরে গেছেন বলে জানিয়েছেন সহপাঠী বিদেশী শিক্ষার্থীরা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টরকে লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মীর আব্দুল কাইয়ুম আন্তর্জাতিক ডরমিটরির ওয়ার্ডেন অধ্যাপক ড. আশাদুল ইসলাম। চলে যাওয়া শিক্ষার্থীরা হলেন- ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী উজ্জ্বল মাহাতো, সুজান পারাজুলি, মিলন কুমার মোকতার, বিনোদ লামিছানে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী লিলা জুং রায়া মাঝি। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের ৪র্থ বর্ষের নেপালি শিক্ষার্থী জিলানী আনসারী বলেন, ওই সেশনের অধিকাংশ শিক্ষার্থীই নেপালের পাহাড়ী অঞ্চল থেকে এসেছিল। যারা নেপালের সমতল এলাকা থেকে আসে তারা সহজেই এখানকার ভাষা ও পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়। কিন্তু পাহাড়ীদের জন্য এটা কষ্টকর। এজন্যই খাপ খাওয়াতে না পেরে ওই পাঁচ জন ফিরে গেছে। অ্যাকাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার এএইচএম আসলাম হোসেন জানান, বিদেশী শিক্ষার্থীরা অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাইলে এখান থেকে মাইগ্রেশন করতে হবে। কিন্তু এখনো ভর্তি বাতিল বা মাইগ্রেশনের জন্য কোন বিদেশী শিক্ষার্থী আবেদন করেনি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ডরমিটরির ওয়ার্ডেন এ ব্যাপারে আমাকে লিখিত অভিযোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের কিছু নিয়ম কানুন আছে। যে কেউ বিশ্ববিদ্যালয় প্রশাসনের এনওসি ছাড়া ও বিভাগকে না বলে বিশ্ববিদ্যালয় ছাড়তে পারবে না। আমরা পুলিশ ও গোয়েন্দা বিভাগকে জানাচ্ছি। এ বিষয়ে আমরা দ্রুত ব্যবস্থা নিব।
×