ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ঝালকাঠি-বরিশাল সড়কে সোলার স্ট্রিট প্যানেল সংযোজন সংযোজন

প্রকাশিত: ০১:১৫, ১৬ জানুয়ারি ২০১৯

ঝালকাঠি-বরিশাল সড়কে সোলার স্ট্রিট প্যানেল সংযোজন সংযোজন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি-বরিশাল সড়কের ১৪ কিলোমিটার অংশে সোলার স্ট্রিট প্যানেল সংযোজন করা হচ্ছে। বুধবার সকাল সাড়ে ১০ টায় জেলার প্রবেশদ্বার কালিজিরা ব্রিজের পশ্চিম অংশে এর ভিত্তিফলক স্থাপন করেন সংসদ সদস্য আমির হোসেন আমু। ঝালকাঠির কালিজিরা ব্রিজ থেকে পৌর এলাকা পর্যন্ত প্রাথমিকভাবে ২০টি সোলার স্ট্রিট প্যানেল এবং পরবর্তীতে চাহিদাভিত্তিক আরও ২০টি সোলার স্ট্রিট লাইট প্রকল্পভুক্ত রয়েছে। ত্রাণ ও দূর্যোগ মন্ত্রাণালয়ের উদ্যোগে এই স্ট্রিট লাইট সংযোজিত হচ্ছে। দিনের বেলা অটোমেটিক স্ট্রিট লাইট বন্ধ হয়ে যাবে এবং রাত হলেই তা স্বয়ংক্রিয়ভাবে জ্বলতে থাকবে। প্রতিটি স্ট্রিট সোলার প্যানেলের জন্য ৫৬ হাজার ৪শ ৯ টাকা করে ব্যায় হচ্ছে। ভিত্তিফলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মো. হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম, পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারসহ দলীয় নেতাকর্মী ও সরকারি কর্মকর্তারা।
×