ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়ে দক্ষিণাঞ্চলের ৩৪ আ.লীগ নেত্রী

প্রকাশিত: ০২:০০, ১৬ জানুয়ারি ২০১৯

সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়ে দক্ষিণাঞ্চলের ৩৪ আ.লীগ নেত্রী

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে সারাদেশের আওয়ামী লীগের মহিলা নেত্রীদের মতো লবিং ও তদবিরে নেমে পড়েছেন বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের নারী নেত্রীরা। এলাকার এমপি-মন্ত্রী ও দলীয় নেতাদের সাথে যোগাযোগের পাশাপাশি দৌড়ঝাঁপ চলছে কেন্দ্রেও। প্রচার-প্রচারণাও চলছে জোরেশোরে। বরিশাল বিভাগের ছয় জেলায় দলীয় মনোনয়ন পেতে মাঠে নেমেছেন ৩৪ জন নারী নেত্রী। যাদের মধ্যে দশম জাতীয় সংসদের একজন সদস্য ছাড়াও রয়েছেন দুইজন সংরক্ষিত আসনের এমপি। দলীয় সূত্রমতে, বরিশাল বিভাগ থেকে মোট ৩৪ জন নারী ক্ষমতাসীন দলের হয়ে সংসদে যাওয়ার জন্য জোরেশোরে মাঠে নেমেছেন। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশাল জেলায়। এখানে যাদের নাম সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে তাদের মধ্যে অন্যতম হলেন- ১৫ আগস্ট ঘাতকের বুলেটে নিজের সন্তানকে হারিয়ে অসংখ্য গুলিবিদ্ধ হয়ে প্রাণে বেঁচে যাওয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি শাহানারা বেগম। বঙ্গবন্ধুর বোন জামাতা আব্দুর রব সেরনিয়াবাতের পুত্রবধূ শাহানারা বেগম ছাত্রজীবন থেকেই আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। এ জেলায় সংরক্ষিত আসনে এমপি হতে আরও যারা চেষ্টা চালাচ্ছেন তারা হলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহম্মেদ, বিএনপি ও জামায়াতের চারদলীয় জোটের আমলে ঢাকার রাজপথ কাঁপানো নারী নেত্রী, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, বরিশাল-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়া সৈয়দা রুবিনা আক্তার মিরা, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী মোর্শেদা বেগম লিপি, সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি বাকেরগঞ্জের পারভিন তালুকদার, সাবেক এমপি মরহুম মাসুদ রেজার স্ত্রী আইরিন রেজা এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী বাবুগঞ্জের সালমা বিনতে হেলাল। এছাড়া বরিশাল-৫ আসনের সদ্য সাবেক এমপি জেবুন্নেসা আফরোজও সংরক্ষিত আসনে এমপি হতে আগ্রহী। ঝালকাঠি জেলায় কখনই কাউকে সংরক্ষিত মহিলা আসনে এমপি করা হয়নি। এবারও এ জেলা থেকে যারা সংরক্ষিত আসনে এমপি হতে মাঠে আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন-যুব মহিলা লীগের কেন্দ্রীয় সহসভাপতি কেশোয়ারা সুলতানা সালমা, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির চেয়ারম্যান ফাতিনাজ ফিরোজ, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক হোসনে আরা মান্নান, মহিলা লীগ নেত্রী রাজিয়া সুলতানা, ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী ইয়াসমিন পপি, জেলা মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শারমীন মৌসুমী কেকা, রাজাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজু এবং নলছিটি উপজেলার ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন। পিরোজপুরে প্রার্থী হিসেবে আলোচিতরা হচ্ছেন- সদর আসনে দলীয় মনোনয়ন চেয়ে না পাওয়া শেখ এ্যানি রহমান, সদ্য সাবেক এমপি একেএমএ আউয়ালের স্ত্রী জেলা মহিলা লীগের সভানেত্রী লায়লা ইরাদ এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী শাহনাজ পারভিন ডলি। বরগুনা জেলায় বর্তমানে সংরক্ষিত আসনের এমপি হিসেবে রয়েছেন নাসিমা ফেরদৌসী। তিনিসহ ওই জেলায় আওয়ামী লীগের মনোনয়ন চাচ্ছেন কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের দফতর সম্পাদক রোজিনা নাসরিন, সাবেক এমপি নিজামউদ্দিনের স্ত্রী এলিচ নিজাম এবং কথাসাহিত্যিক ফাতিমা পারভিন। পটুয়াখালী জেলায় বর্তমানে সংরক্ষিত মহিলা আসনের এমপি হিসেবে রয়েছেন লুৎফুন্নেসা। এখানে আরও যারা সংরক্ষিত আসনে এমপি হতে চাইছেন তারা হলেন-জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেলেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান সোহানা হোসেন মিকি, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য লাকী সরোয়ার, খায়রুন নাহার লাকী এবং জেলা আওয়ামী লীগের সদস্য নিশাত জাহান মুক্তা। ভোলা জেলায় সংরক্ষিত আসনে এমপি হওয়ার দৌড়ে রয়েছেন- সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি জেলা মহিলা লীগ সভানেত্রী অ্যাডভোকেট মমতাজ, জেলা মহিলা লীগের সহসভাপতি জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ সাফিয়া খাতুন এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় নেত্রী খাদিজা আক্তার স্বপ্না। এ ব্যাপারে বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহেরু বেগম পারুল বলেন, আমাদের একটাই দাবি দলের জন্য কাজ করা এবং ত্যাগী পরীক্ষিতদের মধ্য থেকে নির্বাচিত করা হোক সংরক্ষিত মহিলা আসনের এমপি। যারা ছাত্রলীগ, যুব মহিলা লীগ থেকে আওয়ামী লীগে এসেছেন, যাদের আওয়ামী লীগের রাজনীতিতে রয়েছে বিশাল ক্যারিয়ার তারাই হোক মহিলা এমপি। দলের প্রতি কোনো অবদান নেই এমন কাউকে যেন মনোনয়ন দেয়া না হয়।
×