ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জবিতে শরৎচন্দ্রের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

প্রকাশিত: ০২:২২, ১৬ জানুয়ারি ২০১৯

জবিতে শরৎচন্দ্রের প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা

জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শরৎচন্দ্র চট্টোপ্যাধ্যায়ের ৮১তম প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিকৃতিতে শ্রধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা করেছে জবি প্ল্যাটফর্ম। আজ বুধবার দুপুরে ভাস্কর্য চত্বরে অস্থায়ী প্রতিকৃতিতে প্ল্যাটফর্মের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। পরে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনা সভা করেন প্লাটফর্মের সদস্যরা। এসময় বাংলা বিভাগের প্রভাষক আসাদুল্লাহিল গালিব তার আলোচনায় বলেন, শরৎচন্দ্র ব্রিটিশ বিরোধী আন্দোলনের পক্ষে প্রথম কলম ধরেন। যার কারণে তাঁর পথের দাবি উপন্যাস বাজেয়াপ্ত করা হয়। বাংলা সাহিত্যের তৃতীয় যুগের শ্রষ্টা অমর কথাসাহিত্যিক শরৎচন্দ্র। রবীন্দ্রনাথ ঠাকুর তার এক আলোচনায় বলেছিলেন,শরৎচন্দ্র বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ শিল্পী। শরৎচন্দ্র তৎকালীন সময়ে সমস্ত রকম কুসংস্কার ও ধর্মীয় গোড়ামীর বিরুদ্ধে এবং শোষিত-বঞ্চিত-নিপীড়িত মানুষের পক্ষে কলম ধরেন। তাই প্ল্যাটফর্মের লেখকদের কাছে অনুরোধ তারা যেন আজকের দিনের শরৎচন্দ্রের মত বড় লেখক হয়ে উঠার জন্য প্রাণপন চেষ্টা করেন
×