ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

এমপিদের শপথ গ্রহণ : রিটের শুনানি শেষ, আদেশ কাল

প্রকাশিত: ০৩:০২, ১৬ জানুয়ারি ২০১৯

এমপিদের শপথ গ্রহণ : রিটের শুনানি শেষ, আদেশ কাল

স্টাফ রিপোর্টার ॥ দশম জাতীয় সংসদ না ভেঙে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ গ্রহণের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে রায় ঘোষণা করবেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মো. আশরাফুল কামালের যৌথ বেঞ্চে ওই রিটের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন নিজেই এদিন শুনানি করেন।এর আগে ১৪ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এ রিট দায়ের করেন। গত ৮ জানুয়ারি সংবিধান অনুসারে দশম জাতীয় সংসদ না ভেঙে দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নেয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে জাতীয় সংসদের স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার ও মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিস দেয়া হয়।
×