ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পূবালী ব্যাংকের টাকা আত্মসাৎ

প্রকাশিত: ০৪:০৪, ১৬ জানুয়ারি ২০১৯

পূবালী ব্যাংকের টাকা আত্মসাৎ

স্টাফ রিপোর্টার ॥ তিন ব্যবসায়ীর আগাম জামিন না মঞ্জুর, দুই সপ্তাহের মধ্যে চট্টগ্রামের চীফ মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন হাইকোর্ট। আজ ১৬ জুলাই বুধবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আসামীদের আগাম জামিনের আবেদন না- মঞ্জুর করে এই আদেশ দেন। জামিন আবেদনকারী আসামীদের পক্ষে শুনানী করেন আইনজীবী মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী। দূদকের পক্ষে ছিলেন আইনজীবী মোঃ খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল হেলেনা বেগম চায়না।আগাম জামিনের আবেদনকারীগণ হলেন মেসার্স এস এম ট্রেডার্সের মালিক মোঃ ইলিয়াস, সাজেদা এন্ট্রার প্রাইজের মালিক আবু ছৈয়দ ও মেসার্স মীম ট্রেড ইন্টারন্যাশনালের মালিক শেখ মোহাম্মদ ওবায়েদ উল্লাহ । ঘটনার বিবরণে দেখা যায় যে, আসামীদের প্রতিষ্ঠানের নামে পূবালী ব্যাংক, চকবাজার শাখার মাধ্যমে তিনটি চেকের মাধ্যমে ১২,৮৫,৫০,০০০/= টাকা ( বার কোটি পঁচাশি লক্ষ পঞ্চাশ হাজার) ট্রানজেকশন দেখিয়ে উত্তোলন করে আত্মসাত করেন। বিষয়টি তদন্ত করে পূবালী ব্যাংকের উপ- মহাব্যবস্থাপক এবং আঞ্চলিক ব্যবস্থাপক চট্টগ্রাম মোহাম্মদ মনজুরুল ইসলাম মজুমদার বাদী হয়ে চকবাজার শাখায় মামলা নং ৭ তারিখ ১৩/০১/২০১৯ তিন ব্যাংক কর্মকর্তা ও চার ব্যবসায়ীকে আসামী করে মামলা দায়ের করেন।
×