ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্র্যাকারের মাধ্যমে এসডিজি অর্জনের অগ্রগতি তদারক করা হবে

প্রকাশিত: ০৫:৫১, ১৭ জানুয়ারি ২০১৯

ট্র্যাকারের মাধ্যমে এসডিজি অর্জনের অগ্রগতি তদারক করা হবে

স্টাফ রিপোর্টার ॥ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ট্র্যাকারের মাধ্যমে অর্জনের অগ্রগতি তদারকি করা হবে। তথ্য-উপাত্ত পরিসংখ্যানগতভাবে দৃশ্যমান করতে এবং সে অনুযায়ী সীমিত সম্পদের দক্ষ বণ্টন করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ্যাকসেস টু ইনফর্মেশন (এটুআই) কর্মসূচী এই ট্র্যাকার তৈরি করেছে। এটুআই, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) যৌথভাবে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কে নিয়ে এসডিজি বাস্তবায়ন এবং এসডিজি ট্র্যাকারের ব্যবহার নিশ্চিত করছে। বুধবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অডিটরিয়ামে এসডিজি ট্র্যাকার বিষয়ক এক কনসালটেশন কর্মশালায় এসব তথ্য জানানো হয়েছে। এটুআই ও বিবিএস যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় বক্তারা বলেন, সামগ্রিক ও টেকসই উন্নয়নের জন্য সঠিক নীতি নির্ধারণ এবং সম্পদের সুষ্ঠু বণ্টন নিশ্চিত করতে তথ্যনির্ভর নীতি নির্ধারণে অনলাইন তথ্যভা-ার নিশ্চিত করাই মূলত এসডিজি ট্র্যাকারের মূল উদ্দেশ্য। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং এসডিজি ট্র্যাকার উন্নয়নের একেবারেই প্রাথমিক পর্যায় থেকে এটুআই বিবিএসের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে।
×