ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বিক্রিতেও রেকর্ড করতে যাচ্ছে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৫:৫৩, ১৭ জানুয়ারি ২০১৯

সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বিক্রিতেও রেকর্ড করতে যাচ্ছে আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র বিক্রিতেও রেকর্ড করতে যাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। গত দুই দিনে দলের মনোনয়ন প্রত্যাশী নারী নেত্রীদের মধ্যে ১ হাজার ৫৭টি মনোনয়নপত্র ফরম বিক্রি করেছে দলটি। এতে দলটির তহবিলে রেকর্ড সংখ্যক ৩ কোটি ১৭ লাখ ১০ টাকা জমা পড়েছে। প্রতিটি ফরম ৩০ হাজার টাকা মূল্যে বিক্রি করছে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতাসীন দলটি। সংরক্ষিত নারী আসনে দলের মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান কার্যক্রম দেখতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, রাজপথের আন্দোলন-সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, দলের জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন দলীয় মনোনয়নে তারা অগ্রাধিকার পাবেন। আমাদের মোট জনসংখ্যার অর্ধেকই হচ্ছেন নারী। তেমনি অর্ধেক ভোটারও নারী। ৩০ ডিসেম্বরের নির্বাচনে তরুণী ও মহিলারা আওয়ামী লীগের বিজয়ে অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই নারীরাও সংসদে যেতে চায়। এ কারণে সংরক্ষিত নারী আসনেও মনোনয়ন পাওয়ার জন্য অনেকেই আগ্রহী। ফলে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন ফরম বিক্রি হচ্ছে। এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রাজপথে আন্দোলন-সংগ্রাম এবং ত্যাগ-তিতীক্ষা ছাড়াও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরাও নির্বাচনকে সামনে রেখে কাজ করেছে। তারা সারাদেশে ভাল ভূমিকা রেখেছেন। সেজন্য তাদেরও মূল্যায়ন করতে হবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, মহিলা আসনে আমরা যাদের সিলেক্ট করব, পুরুষ সদস্যরা তাদের ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করবেন। আমাদের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থিতা চূড়ান্ত হবে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে যারা বোর্ডের সদস্য তারা প্রার্থিতা চূড়ান্ত করবেন। আওয়ামী লীগ কার্যালয়ের দফতর সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত দ্বিতীয় দিনে মোট ৪২৩টি মনোনয়নপত্র ফরম বিক্রি হয়েছে। এ নিয়ে গত দু’দিনে ৫০টি সংরক্ষিত আসনের বিপরীতে মনোনয়ন ফরম বিক্রি হয়েছে এক হাজার ৫৭টি। সূত্র জানায়, বুধবার চলচ্চিত্র ও সংস্কৃতি অঙ্গনের সাড়া জাগানো অভিনেত্রী চিত্রনায়িকা মৌসমী, অরুণা বিশ্বাস, নাট্যাভিনেত্রী তারিন, রোকেয়া প্রাচী মনোয়ন ফরম সংগ্রহ করেছেন। আরও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন- সাবেক এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, মহিলা আওয়ামী লীগের সুলতানা রাজিয়া পান্না, যুব মহিলা লীগের শারমিন সুলতানা লিলি, ডালিয়া খাতুন রিক্তা, মমতা হেনা লাভলী, খালেদা আকতার রোজী, ওয়াশিকা আয়েশা খানম, রাজিয়া মুস্তফা, হামিদা আকতার মিতা, শামীমা সুলতানা ঝর্ণা, গুলশান আরা বেগম, তসলিমা হক, জেসমিন শামীমা নিঝুম, মাহবুবা বেগম, ফেরদৌসি সাঈদ তীথি, নার্গিস আকতার নীলা, সুপ্রিয়া সুলতানা কেয়া, রাশিদা বেগম, মোছাঃ শামসুন নাহার, রেবেকা সুলতানা, শাহীনা জেসমিন, শওকত আরা বেগম, আলেয়া বেগম, তানিয়া হক শোভা, রোকসানা পারভীন, সৈয়দা সাদিয়া সুলতানা, রওশন আরা বেওয়া, আমিনা আকতারসহ অনেকে।
×