ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সাভার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ১২ মামলা, গ্রেফতার ৪৪

প্রকাশিত: ০৫:৫৩, ১৭ জানুয়ারি ২০১৯

সাভার আশুলিয়ায় শ্রমিক অসন্তোষে ১২ মামলা, গ্রেফতার ৪৪

নিজস্ব সংবাদদাতা, সাভার, ১৬ জানুয়ারি ॥ মজুরি বৈষম্যের অভিযোগে শিল্পাঞ্চল সাভার-আশুলিয়া চলমান শ্রমিক অসন্তোষের ঘটনায় এ পর্যন্ত দায়েরকৃত ১২ মামলায় ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে এবং তারা নাশকতায় জড়িত বলে নিশ্চিত হওয়া গেছে। ঢাকা জেলার পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমান বুধবার বিকেলে আশুলিয়া থানাধীন জামগড়ার ‘ফ্যান্টাসি কিংডম’-এর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশীয় এবং আন্তর্জাতিক একটি মহল শ্রমিক আন্দোলনের সুযোগকে কাজে লাগিয়ে গার্মেন্টস শিল্পকে ধ্বংস করার চেষ্টা করছে। তারা এসব আন্দোলনে ইন্ধন দিয়ে এটিকে আরও বড় এবং ধ্বংসাত্মক পর্যায়ে নিয়ে যেতে চায়। ইতোমধ্যে তাদের শনাক্ত করে অনেককে গ্রেফতারও করা হয়েছে। তবে, সাধারণ এবং নিরীহ শ্রমিকরা কোন হয়রানির শিকার হবে না জানিয়ে তিনি বলেন, দোষী এবং অপরাধীদেরই শুধু আইনের আওতায় আনা হবে। তাই, সাধারণ শ্রমিকদের ভীতির কোন কারণ নেই। যারা কাজ করতে চান, তারা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেবেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠান এখানে হওয়ায় সরকারবিরোধী চক্রের সদস্যরা সাভার-আশুলিয়াকে বেছে নেয়। এ এলাকায় অসন্তোষ সৃষ্টি হলে তা দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়ে। নাশকতাকারী অনেকের স্বার্থ জড়িত রয়েছে এখানে। তাই, তাদের ফাঁদে পা দিয়ে নিষ্পাপ শ্রমিকরা এটাকে লুফে নেয়ায় জামগড়াকেন্দ্রিক আন্দোলন সহজেই দীর্ঘস্থায়ী হয়। কিন্তু, গোয়েন্দা সংস্থাসহ বিভিন্ন পর্যায়ের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে শুধু অপরাধীদেরই গ্রেফতার করা হবে। কোন সাধারণ এবং নিরীহ শ্রমিক হয়রানি এবং ছাঁটাইয়ের শিকার হবে না।
×