ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুখরিত ঢাকা

শীতে শত আয়োজন উৎসব অনুষ্ঠানের হাতছানি

প্রকাশিত: ০৫:৫৭, ১৭ জানুয়ারি ২০১৯

শীতে শত আয়োজন উৎসব অনুষ্ঠানের হাতছানি

মোরসালিন মিজান ॥ শীতের কাল এখন। না, শুধু ঠাণ্ডার অনুভূতি নয়। আরও অনেক কারণে ভীষণ প্রিয় এই ঋতু। পৌষ আর মাঘ মাস মিলে শীত। দুই মাসে কত কত যে উৎসব অনুষ্ঠান! গ্রামে তো বটেই। রাজধানী ঢাকাও মুখরিত। এক উৎসব শেষ হতে না হতেই অন্যটি শুরু হয়ে যাচ্ছে। এসব আয়োজনে প্রাধান্য পাচ্ছে বাঙালীর লোকসংস্কৃতি। মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা। বড় বড় আয়োজনগুলোতে যোগ দিচ্ছেন বিদেশী অতিথিরাও। সুযোগ সৃষ্টি হচ্ছে আদান-প্রদানের। এভাবে দেশীয় এবং বাইরের সংস্কৃতির একটা মেলবন্ধনও ঘটছে। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের কথাই ধরা যাক, গত ১০ জানুয়ারি রাজধানীতে শুরু হয়েছিল এ উৎসব। এখনও চলছে। একাধিক ভেন্যুতে দেখানো হচ্ছে দেশী-বিদেশী চলচ্চিত্র। কত দেশের ছবি! দেখার সে কী আনন্দ! যারা দেখার মানুষ তারা দারুণ উপভোগ করছেন। তবে সময়ও বসে নেই। ফুরলো বলে। রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজিত উৎসব আগামীকাল শুক্রবার শেষ হবে। তার আগে শেষ হলো পৌষ সংক্রান্তি। নানা আনুষ্ঠানিকতায় পৌষ মাসকে বিদায় জানানো হলো। বাঙালী সংস্কৃতির ঐতিহ্যবাহী উৎসবে মেতেছিল শহর ঢাকাও। গত ১৪ ও ১৫ জানুয়ারি ঢাকায় উদ্যাপিত হয় সাকরাইন উৎসব। ুপুরান ঢাকার প্রতিটি ঘরে অলি গলিতে উৎসব আনন্দ ছড়িয়ে পড়েছিল। উভয় দিনই ঘুড়ি উড়ানো হয়। বিভিন্ন বাড়ির ছাদে অবস্থান নিয়ে ঘুড়ি উড়ায় ছেলেরা বুড়োরা। ছিল বিশেষ খাবার দাবারের ব্যবস্থাও। রাতে চলে আতশবাজি। অন্ধকার আকাশ কী যে আলো ঝলমলে হয়ে ওঠেছিল, না দেখলে বোঝানো মুশকিল। আলাদা করে বলতে হয় পিঠা উৎসবের কথা। শীতে প্রায় প্রতিদিনই কোন না কোন পিঠা উৎসবের আয়োজন করা হচ্ছে। বড়সড় আয়োজনটি আগামী ২৩ জানুয়ারি। এদিন শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসবের আয়োজন করা হবে। কফি হাউস ঘিরে নয় দিনের আয়োজন। অনেক স্টল বসবে। চোখের সামনে তৈরি হবে পিঠা। খাওয়া যাবে গরম গরম। জাতীয় পিঠা উৎসব উদ্যাপন পরিষদের আয়োজন ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। ধানম-ির রবীন্দ্রসরোবরে পিঠা উৎসবের আয়োজন করা হবে আগামী ২৪ জানুয়ারি। তিন দিনব্যাপী আয়োজন চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। এ আয়োজনে লোকসঙ্গীতসহ থাকবে বাঙালী সংস্কৃতির নানা অনুসঙ্গ। উৎসবে গাইবেন বাউল শফি ম-ল, টুনটুন বাউল, ফকির শাহাবুদ্দীন, রিংকু, বিউটি, সাজু প্রমুখ। শোবিজ এন্টারটেইনমেন্টের আয়োজন চলবে প্রতিদিন সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত। আরও একটু ব্যতিক্রম আয়োজনের নাম হিম উৎসব। হিম উৎসব শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার থেকে। আয়োজনটি ঠিক ঢাকায় নয়। তবে আয়োজকরা ঢাকারই মানুষ। শীতটা আরও ভালভাবে উপভোগ করতে একদল বন্ধু সুহৃদ যাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। তাদের সংগঠন ‘পরম্পরায় আমরা’ ক্যাম্পাসে আয়োজন করছে হিম উৎসব। আজ ১৭ জানুয়ারি শুরু। চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। আয়োজনের মধ্যে থাকবে লোকগান, আর্ট ক্যাম্প, শাস্ত্রীয় সঙ্গীত, কনসার্ট, আলোকচিত্র প্রদর্শনীসহ আরও অনেক কিছু। প্রথম দিন বিকেল ৩টায় আয়োজন করা হবে হিমযাত্রার। বিকেল সাড়ে তিনটায় থাকবে সাপখেলা ও লাঠিখেলার আয়োজন। সাড়ে ৫টায় মনিপুরী নৃত্য। সন্ধ্যা সাড়ে ৬টায় সঙযাত্রা। ৭টায় জহির রায়হান মিলনায়তন চত্বরে থাকবে গাজীর গান। এসবের বাইরে চলবে দিনব্যাপী পেইন্টিং ও আলোকচিত্র প্রদর্শনী। অবশ্য বড় বড় আয়োজনের এখনও বাকি। ভাষার মাস ফেব্রুয়ারিতে চেতনার রঙে নতুন করে জেগে উঠবে বাঙালী। প্রতিদিনই থাকবে কোন না কোন আয়োজন। আর ২১ ফেব্রুয়ারি তো ভাষা দিবস। একইসঙ্গে ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগুয়েজ ডে। ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে দিবসটি উদ্যাপিত হবে। থাকবে এ সংক্রান্ত নানা আয়োজন। এখন চলছে প্রস্তুতি। তারও আগে ১ ফেব্রুয়ারি থেকে ঢাকায় শুরু হবে অমর একুশে গ্রন্থমেলা। মাসব্যাপী আয়োজনে মুখরিত হবে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান। বই আর বই নিয়ে কাটবে প্রতিটি দিন। এখন চলছে মেলা আয়োজনের প্রস্তুতি। ইতোমধ্যে স্টল ও প্যাভিলিয়ন নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। কাঠামো দেখে মেলার চেহারাটি অনুমান করা যায়। তাতেই আনন্দে মন ভরে ওঠে। অপেক্ষা যেন সইছে না! একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরী সংলগ্ন খোলা জায়গায় শুরু হবে জাতীয় কবিতা উৎসব। দেশী-বিদেশী কবিরা আসছেন। বিশাল মঞ্চে দাঁড়িয়ে স্বরচিত কবিতা পড়বেন তারা। আয়োজন করা হবে সেমিনার। কবিতার নানা দিক নিয়ে আলোচনা করবেন আমন্ত্রিত অতিথিরা। দুই দিনব্যাপী উৎসব চলবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। খোঁজ নিয়ে জানা যায়, এখন চলছে নাম নিবন্ধনের কাজ। আগ্রহী কবিরা টিএসসিতে খোলা দফতরে গিয়ে নিজেদের নাম নিবন্ধন করছেন। বিদেশী কবিদের সঙ্গেও যোগাযোগ অব্যাহত আছে। সকলের অংশগ্রহণে এবারও দারুণ জমে উঠবে উৎসবÑ এমনটিই সকলের আশা। এবার শহরের উল্লেখযোগ্য আয়োজন বেঙ্গল ক্ল্যাসিকাল ফেস্টিভালও ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে। এমন তথ্য জানানো হয়েছে আয়োজক বেঙ্গল ফাউন্ডেশনের পক্ষ থেকে। ১০ ফেব্রুয়ারি থেকে টিএসসিতে শুরু হবে চলচ্চিত্র উৎসব। আমার ভাষার চলচ্চিত্র শিরোনামে পাঁচ দিনব্যাপী উৎসব আয়োজন করবে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ। ফাগুনের কথাও বলতে হবে। মাঘ শেষ হলেই ফাল্গুন। বসন্ত জাগ্রত দ্বারে! হ্যাঁ, এখনও বেশ কিছুদিন বাকি। তাতে কী, এক ধরনের পুলক অনুভূত হচ্ছে। কবে আসবে বসন্ত দিন। কবে? আহা, অপেক্ষা। ফেব্রুয়ারির ১৪ তারিখ আবার ভালবাসা দিবস। প্রিয় মানুষটিকে এদিন ‘ভালবাসি’ বলে দেয়া চাই। অনেকেই বলে দেবেন। চলছে মানসিক প্রস্তুতি। সব মিলিয়ে উৎসব অনুষ্ঠানের ঢাকা। এমন ঢাকাই তো চাই!
×