ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড ফটোগ্রাফি কাপ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩ আলোকচিত্রী

প্রকাশিত: ০৬:০২, ১৭ জানুয়ারি ২০১৯

ওয়ার্ল্ড ফটোগ্রাফি কাপ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৩ আলোকচিত্রী

স্টাফ রিপোর্টার ॥ ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফি কাপ ২০১৯’ এ অংশ নিচ্ছেন বাংলাদেশের ১৩ আলোকচিত্রী। আগামী ৮ এপ্রিল নরওয়ের ড্রাম্মেন শহরে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড ফটোগ্রাফি কাপ ২০১৯। পোট্রেইট, কমার্শিয়াল, ফটোজার্নালিজম, ন্যাচার, ডিজিটাল আর্ট এবং ওয়েডিং এ ৬টি ক্যাটাগরির ছবি নিয়ে উৎসবে অংশ নিচ্ছেন বাংলাদেশের আলোকচিত্রীরা। জমাকৃত তিনহাজার পাঁচশত ছবি থেকে প্রতিযোগিতার মাধ্যমে একশত দশটি ছবি স্থান পাচ্ছে এই উৎসবে। প্রতিযোগিতার বাছাই পর্ব ‘বাংলাদেশ ফটোগ্রাফারস এ্যাওয়ার্ডস ২০১৯’ এর সমাপনী দিনে বুধবার দৃক গ্যালারিতে বাংলাদেশ থেকে অংশ নিতে যাওয়া ১৩ প্রতিযোগির নাম ঘোষণা করা হয়। বাছাইকৃত প্রতিযোগিরা হলেন- কমার্শিয়াল ক্যাটাগরিতে আরিফ রাজ, আবেদ ও সিফাত পাঠান, ডিজিটাল আর্ট ক্যাটাগরিতে রেজওয়ানা সামী, ন্যাচার ক্যাটাগরিতে নাফিউল নিটোল, হিমেল আবির, নুবায়েত হাসান প্রত্যয়, পোট্রেইট ক্যাটাগরিতে মোঃ নাহিদ আজিজ ও মিয়াদ মাসুদ, ফোটোজার্নালিজম ক্যাটাগরিতে মোঃ খাইরুল ইসলাম, ওয়েডিং ক্যাটাগরিতে অপু, শাহরিয়ার নবী নেওয়াজ ও রাজন কে. দে। বাংলাদেশ থেকে ‘ওয়ার্ল্ড ফটোগ্রাফি কাপ ২০১৯’-এ অংশগ্রহণের জন্য নির্ধারিত ১৩ জনের দলটির প্রধানের ভূমিকা পালন করবেন প্রফেশনাল ফটোগ্রাফার এ্যাফিলিয়েশন বাংলাদেশর প্রেসিডেন্ট মাহমুদ হাসান শুভ। বাংলাদেশসহ বিশে^র পয়তাল্লিশটি দেশের আলোকচিত্রী অংশগ্রহণ করছে এবারের উৎসবে। প্রসঙ্গত ওয়ার্ল্ড ফটোগ্রাফি কাপের বাছাইপর্ব হিসেবে ২০১৩ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে বাংলাদেশ প্রফেশনাল ফটোগ্রাফার এ্যাফিলিয়েশন। আন্তজার্তিক এ প্রতিযোগিতায় অংশগ্রহণের প্রাথমিক ধাপ হিসেবে আঞ্চলিক প্রতিযোগিতার করা হয়ে থাকে। মাহমুদ হাসান শুভ বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিভাবান আলোকচিত্রীদের কাজকে তুলে ধরার জন্য এটি উপর্যুক্ত একটি প্ল্যাটফর্ম। এখানে বিশ^বরেণ্য আলোকচিত্রীদের ছবির পাশে নিজের তোলা ছবি তুলে ধরার সুযোগ রয়েছে।
×