ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নবাব স্যার সলিমুল্লাহ পদক প্রদান অনুষ্ঠান

প্রকাশিত: ০৬:০৩, ১৭ জানুয়ারি ২০১৯

নবাব স্যার সলিমুল্লাহ পদক প্রদান অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ নবাব সলিমুল্লাহ পদকে ভূষিত হলেন ১১ জন বিশিষ্ট ব্যক্তি। নবাব স্যার সলিমুল্লাহর ১০৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে গ্রন্থকানন প্রকাশনা আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার বিজয়ী ব্যক্তিদের হাতে পদক তুলে দেয়া হয়। গ্রন্থকাননের ব্যবস্থাপনা পরিচালক কবি শাহাজাহান আবদালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন কবি আসাদ চৌধুরী, ভাষাবিদ হায়াৎ মামুদ, সাংবাদিক ও প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক আহমদ রেজাসহ অন্য ব্যক্তিবর্গ। সামাজিক, রাজনৈতিক, শিক্ষা-সংস্কৃতি, সাংবাদিকতাসহ বিভিন্ন ক্ষেত্রে অনবদ্য অবদান রাখার জন্য এই ১১ ব্যক্তিকে নবাব স্যার সলিমুল্লাহ পদকে ভূষিত করা হয়। পদকপ্রাপ্তরা হলেন কামাল লোহানী (সংস্কৃতি ও সংগ্রাম), অনুপম হায়াৎ (চলচ্চিত্র), আজিজুল ইসলাম ভূঁইয়া (সাংবাদিকতা), মোছাম্মদ সালেহা আজিজ (শিক্ষা), ড. মুহাম্মদ আলমগীর (নবাব সলিমুল্লাহ গবেষণা), ইঞ্জিনিয়ার মোঃ সফিকুর রহমান (স্বাস্থ্যসেবা), বিপদ ভঞ্জন সেন কর্মকার (চিত্রকলা), ফারুক নওয়াজ (কবিতা ও শিশু সাহিত্য), আবদুল রাজ্জাক খান (সমাজসেবা), তাহনাহার মিলি (সমাজসেবা) এবং মফিজুর রহমান (সমাজসেবা)। পদক বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আমীর-উল ইসলাম বলেন, আজকের বাংলাদেশের যে অগ্রযাত্রা তা একদিনে হয়নি। এই অগ্রযাত্রায় অবদান রেখেছেন অনেক ঐতিহাসিক ব্যক্তিত্ব। আর তাদের মধ্যে অন্যতম নবাব স্যার সলিমুল্লাহ। তিনি আরও বলেন, দেশের ইতিহাসে এক অনন্য নাম নবাব স্যার সলিমুল্লাহ। ইংরেজ শাসনামলে বাঙালী জাতির জাগরণের অগ্রদূত ছিলেন তিনি। এদেশের মানুষকে শিক্ষা-দীক্ষার জ্ঞান-বিজ্ঞানে উন্নতি সাধন করার জন্য নানা পদক্ষেপ তিনি নিয়েছিলেন। তার মধ্যে অন্যতম হলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে তার অনবদ্য ভূমিকা ছিল। এজন্য প্রচুর জমি ও অর্থ-সম্পদ তিনি দান করেছিলেন।
×