ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সমাজ ভাবন ॥ বিষয় ॥ সামাজিক দায়দায়িত্ব

প্রকাশিত: ০৬:২৩, ১৭ জানুয়ারি ২০১৯

সমাজ ভাবন ॥ বিষয় ॥ সামাজিক দায়দায়িত্ব

আদিমকাল থেকেই মানুষ সমাজে বসবাস করে আসছে। আর এই সমাজ হলো মানুষের বেঁচে থাকার প্রধান ভিত্তি। যেখানে মানুষ গড়ে তুলে তাদের সামাজিক বন্ধন। আর এই বন্ধনের কারণে সবাইকে আবার একে অন্যের ওপর কিছু দায়-দায়িত্ব পালন করতে হয়। যাকে বলে সামাজিক দায়-দায়িত্ব। এটি পালন করার নির্দিষ্ট কোন মাপকাঠি না থাকলেও প্রত্যেককে সমানতালে পালন করে যেতে হয় এই দায়িত্ব। সমাজের শৃঙ্খলার তাগিদে, সামাজিক বৈষম্য দূরীকরণে, মানুষের মাঝে সাম্য গড়ে তুলতে সামাজিক দায়-দায়িত্বের গুরুত্ব অপরিসিম। মানুষ যদি ভুলে যায় তার নির্দিষ্ট দায়িত্ববোধ, যা তার এগিয়ে যাওয়ার জন্য মুখ্য ভূমিকা পালন করে, তাহলে সে যে রকমভাবে পিছিয়ে পড়ে; তেমনি সমাজের অধিকাংশ মানুষ যখন ভুলে যায় তার দায়-দায়িত্ব, তখন সেই সমাজও আবার পিছিয়ে পড়ে। আর সে জন্য সমাজের প্রত্যেক সদস্যকে নিজের শুভত্বকে জাগ্রত রেখে সমাজের কল্যাণে নিজেকে নিয়োজিত রেখে তারা হয়ে উঠতে পারে প্রকৃত সামাজিক জীব। যে জীব সর্বদা মানুষের কল্যাণ সাধন করে যায়। যার দ্বারা কোন অকল্যাণ হবে না, এমন সামাজিক জীবই মূলত মানুষের কাম্য। আবার মানুষ যখন সামাজিক কর্তব্য, দায়িত্ববোধ ন্যায় ধর্মকে যাদুঘরে রেখে কেবল অসামাজিক কাজই করে যায় তখন সে হয়ে ওঠে সম্পূর্ণ ভিন্ন এক প্রাণী। যাকে মানুষ অসামাজিক কিংবা সমাজের কুচক্রী বলে সম্বোধন করে। আমাদের সমাজে এই কুচক্রীদের বৃদ্ধিতেই আজ বৃদ্ধি পেয়েছে সামাজিক বৈষম্য। দিন দিন ক্রমান্বয়ে কমছে সামাজিক সাম্য। সামাজিক সাম্য বৃদ্ধির জন্য, সমাজকে সামনে এগিয়ে নেয়ার লক্ষ্যে সবা আজ সামাজিক দায়-দায়িত্বের ওপর সজাগ দৃষ্টি রাখা উচিত। কেননা সমাজে যখন বৈষম্য বৃদ্ধি পায় তখন দ্রুত গতিতে বেড়ে যায় অন্যায়, দুর্নীতি, অত্যাচার, গরিবের ওপর ধনীর আক্রমণ, দুর্বলের ওপর সবলের আগ্রাসন ইত্যাদি। আমাদের সমাজে ধনীরা যদি গরিবের ওপর, সবল-দুর্বলের ওপর, সংখ্যাগরিষ্ঠরা-সংখ্যালঘুর ওপর সব ধরনের দায়-দায়িত্ব পালন করে, তখন সমাজ থেকে অবশ্যই সকল প্রকার বৈষম্য দূর হয়ে প্রতিষ্ঠিত হবে সোনার এক সমাজ। যে সমাজের আশা আমরা সবাই করি। বর্তমানে বাংলাদেশে শীতের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে সামাজিক দায়বদ্ধতা। কেননা উত্তরাঞ্চলে আজ চলছে শৈত্যপ্রবাহ। তাই বাংলাদেশের প্রতিটি নাগরিক যদি এই দায়বদ্ধতা পালনে এগিয়ে আসে তাহলেই কেবল ওই এলাকার মানুষ শীতের হাত থেকে রক্ষা পেতে পারে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাভার থেকে
×