ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

জাস্টিন গোমেজ

মূল্যবোধ, নৈতিকতা

প্রকাশিত: ০৬:২৩, ১৭ জানুয়ারি ২০১৯

মূল্যবোধ, নৈতিকতা

যদি মানুষ হয়ে জন্মে আমরা কারও কাজেই না আসতে পারলাম, তাহলে মানুষ হিসেবে কোন মূল্যই নেই! আর তাতে যদি তথাকথিত সফল মানুষদের কাতারেও থাকি তবুও নেই। কারও আচরণ যদি আমাদের জন্য কষ্টদায়ক হয়ে থাকে, তাহলে আমাদের করা একই আচরণ অন্য কারও কাছে অবশ্যই অমানবিক- এই কথা মাথায় রাখুন। এই যে যৌতুকের জন্য গৃহবধূর আত্মহত্যা কিংবা গৃহবধূকে হত্যার ঘটনা ঘটছে। এছাড়া মতের অমিল হলে হত্যার ঘটনা ঘটছে। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে ছিনতাই রাহাজানির ঘটনা প্রায়ই ঘটে। কিছু স্বার্থান্বেষী মহল আর্থিকভাবে লাভবান হওয়ার আশায় যুব সমাজকে নষ্ট করার হাতিয়ার হিসেবে মাদকদ্রব্য বিক্রি করে চলেছে। এর ফলে যুব সমাজ নিপতিত হচ্ছে অন্ধকার রাজ্যে আর আমাদের পরিবারগুলো হচ্ছে ক্ষতিগ্রস্ত। এবং এর মূল কারণ কি? নিশ্চয়ই সামাজিকতার অভাবে হচ্ছে এসব। প্রায়ই দেখা যায় মানুষের প্রতি মানুষের ভালবাসা যেন হ্রাস পেয়েছে। একে-অপরের প্রতি কুৎসা রটনা করছে। অনেককে আবার দেখা যায় ব্যক্তিগত শত্রুতার জন্য সমাজে হেয় করার জন্য অপর ব্যক্তি কিংবা তার পরিবারের সদস্যের নামে মিথ্যা প্রচারণা করছে। মিথ্যা অপপ্রচার কিংবা কুৎসা রটনা আজ অন্যতম আলোচনার কেন্দ্র হয়ে দাঁড়িয়েছে। অনেকে তার সামাজিক মর্যাদা কিংবা প্রতিপত্তিকে কাজে লাগিয়ে নিরীহ কিংবা তার থেকে কম শক্তিশালী মানুষের ওপর ক্ষমতার অপব্যবহার করছে। আর কিছু ক্ষমতাবান ভূমিদস্যু আছে তারা ক্ষমতাকে পুঁজি করে অপর মানুষের বাড়িঘর রাস্তা-ঘাট ও জমি-জমা দখল করছে। অনেকে আবার রাস্তা-ঘাট বন্ধ করে অন্য মানুষের যাতায়াতের পথ বন্ধ করে দিচ্ছে। তাদের আবার প্রশ্রয় দিচ্ছে সমাজের কিছু প্রভাবশালী ব্যক্তিবর্গ। আপনারাই বলুন, এটা মানবিকতার কোন্ পর্যায় পড়ে! সৃষ্টির সেরা জীব হয়ে আমাদের মধ্য থেকে নৈতিকতা, মানবিকতা, সামাজিক মূল্যবোধ যেন হারিয়ে যাচ্ছে দিন দিন। এর থেকে আমাদের বেরিয়ে আসা জরুরী নয় কি! ছোটবেলা থেকে পারিবারিকভাবে মানবিকতার চর্চা না থাকলে একজন মানুষ কখনই পূর্ণাঙ্গ মানুষ হতে পারে না। মানবিকতাবোধ ছাড়া মানুষ নানাভাবে সমাজকে ক্ষতিগ্রস্ত করে। আজ আপনি যাদের অমানবিক আচরণে আহত হচ্ছেন, তাদের মতো মানসিকতা নিয়ে আপনার সন্তান যেন বেড়ে না ওঠে, সে দায়-দায়িত্ব আপনার। আর এই দায়িত্ব আপনি তখনই সঠিকভাবে পালন করতে পারবেন, যখন আপনার মাঝে মানবিক গুণাবলি থাকবে। মানবিকতা একটি মানসিক ব্যাপার হলেও এটি কিন্তু প্রতিনিয়ত চর্চার একটি বিষয়। তাই পারিবারিকভাবে যেমন এই চর্চা করা জরুরী, তেমনি জরুরী ব্যক্তিগতভাবে চর্চা করাটাও। আর এজন্য প্রথমেই থাকতে হবে স্বদেশপ্রেম। হয়ত আমাদের দেশটি অন্যান্য দেশের তুলনায় অনুন্নত। অনেক সময় প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পাওয়া যায় না, তবুও মাতৃভূমিকে অসম্মান করা উচিত না। দেশকে গালিগালাজ করা থেকে বিরত থাকুন। কোন কারণে একটু বিরক্ত হলেই আমরা এটা সেটা বলে দেশকে গালাগালি দিয়ে থাকি। আমাদের ভুলে গেলে চলবে না যে অতিরিক্ত ধন-সম্পদ নয়, কর্মই যে কোন মানুষের অমরত্ব দিতে পারে। কর্মের মাধ্যমেই সম্ভব সৃষ্টিশীল কিছু করা, যা বেঁচে থাকবে এবং বাঁচিয়ে রাখবে। আর সব কর্মের প্রেরণাই হলোÑ মা, মাটি, মানুষ, সামাজিকতা এবং মানবতা। নটর ডেম কলেজ, ঢাকা থেকে
×