ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জাহিদুর রহমান

সম্মিলিত চেষ্টা চাই

প্রকাশিত: ০৬:২৫, ১৭ জানুয়ারি ২০১৯

সম্মিলিত চেষ্টা চাই

মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হিসেবে সমাজের প্রতি দায়িত্ব থেকেই যায়। কেউ যদি দেশের জন্য কাজ করতে চান! আমি বলব আগে সমাজ থেকে শুরু করুন। কেননা সমাজ যদি আপনার কাছ থেকে কিছু পেয়ে থাকে তা দেশের অর্জন হবে। সারা বাংলাদেশ যদি আপনার দেহ হিসেবে ধরা হয় তাহলে আপনার সমাজ হবে সে দেহের অঙ্গ প্রতঙ্গ। আপনার দেহের অঙ্গ-প্রত্যঙ্গ যদি সুস্থ স্বাভাবিক থাকে আপনার দেহও স্বস্তি লাভ করবে। এখন আসা যাক দায়-দায়িত্বের পর্যায়ে। অর্থ, সময়, শ্রম এই তিনের সমন্বয়ে যে কোন কাজের গতি আনতে সক্ষম। ধরুন আপনার এলাকায় একটি দাতব্য প্রতিষ্ঠান হচ্ছে সেখানে অর্থ আছে কিন্তু দেখাশোনা করার মতো জনবল নেই, সে ক্ষেত্রে আপনার দায়িত্ব হলো ওই প্রতিষ্ঠানে একটু সময় দেয়া যাতে করে অর্থ ও শ্রমের সুষ্ঠু বণ্টন হয়। সমাজের কাজে অংশগ্রহণ না করলে আপনি অসামাজিক এ তকমা পেতেও খুব বেশি সময় লাগবে না। কোন ভাল কাজ যেমন একদিনে হয় না, তেমনি কোন ভাল সমাজ প্রতিষ্ঠা একজনের প্রচেষ্টায় হয় না। সকলের সমন্বিত প্রচেষ্টায় একটি সমাজ সুন্দর ও সাবলীল হয়ে উঠে। সমাজের দায়-দায়িত্ব পালনের মধ্যে দিয়ে ফুটে উঠে নেতৃত্বের গুণাবলী। সমাজে প্রতিষ্ঠা পায় আপনার গুরত্ব। সমাজের মানুষের কাছে আপনি হয়ে ওঠেন শ্রদ্ধার পাত্র। কাপাসিয়া, গাজীপুর থেকে
×