ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

রমেক চিকিৎসকের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ০৬:৩৮, ১৭ জানুয়ারি ২০১৯

রমেক চিকিৎসকের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, রংপুর, ১৬ জানুয়ারি ॥ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে (রমেক) কর্তব্যরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ)র রংপুর জেলা শাখা। বুধবার দুপুরে হাসপাতালের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী থেকে চিকিৎসকরা এ আল্টিমেটাম দেন। মানববন্ধনে বৃহস্পতিবার থেকে শনিবার র্পযন্ত কালোব্যাজ ধারণ এবং শনিবার প্রতিবাদ সমাবেশের কর্মসূচী ঘোষণা করা হয়। এই তিন দিনের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা না হলে শনিবার কঠোর র্কমসূচী দেয়া হবে বলে সমাবেশ থেকে জানানো হয়। মানববন্ধন চলাকালে সমাবেশে বিএমএর কেন্দ্রীয় সহ সভাপতি ও জেলা সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএমএর কেন্দ্রীয় সদস্য জামালউদ্দিন মিন্টু,র্সাজারি ওয়ার্ডের চিকিৎসক হৃদয় রঞ্জন রায়, ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি আবদুল হাই সিদ্দিকী, সাধারণ সম্পাদক আবরার লাবীব প্রমুখ। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার সহকারী উপপুলিশ পরিদর্শক (এএসআই) রাকিবুল ইসলাম সোমবার রাতে তার বা পায়ে ফোঁড়ার চিকিৎসা নিতে রমেক হাসপালাতের সার্জারি ওয়ার্ডে ভর্তি হন। এরপর মঙ্গলবার দুপুরে তার অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর তাকে পোস্টঅপারেটিভ ওয়ার্ডে রাখা হয়। এসময় তিনি ব্যথায় ছটফট করতে থাকেন। পরে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক সঞ্জয় কুমার রায় ওই ওয়ার্ডে খোঁজ নিতে গেলে সহকারী উপপুলিশ পরিদর্শক রাকিবুল ইসলাম চিকিৎসকের ওপর চড়াও হয়ে হামলা করেন। এতে চিকিৎসক আহত হন। মুখম-লে আঘাত পেয়ে বর্তমানে ওই চিকিৎসক হাসপাতালের নিউরো সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।
×