ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওজন ও পরিমাপে কারচুপির দায়ে ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ০৬:৩৯, ১৭ জানুয়ারি ২০১৯

ওজন ও পরিমাপে কারচুপির দায়ে ৫ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে পাঁচ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার রাজধানীর মৌলভীবাজার ও গুলিস্তান এলাকায় বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে মৌলভীবাজার এলাকার মোস্তফা এন্টারপ্রাইজ প্যাকেটজাত পণ্যের লেবেলে ওজন ও মূল্য উল্লেখ না করে পণ্য বাজারজাত করে আসছে। একই এলাকার ডিজিটাল স্কেল বিক্রয়কারী প্রতিষ্ঠান ডিজিটাল এন্টারপ্রাইজ বিএসটিআই’র সরবরাহকারী সনদ গ্রহণ না করে ডিজিটাল স্কেল বিক্রি করায় তাদের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়। -বিজ্ঞপ্তি
×