ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ভোলায় অগ্নিকাণ্ডে ৩০ দোকান ভস্মীভূত

প্রকাশিত: ০৬:৪৯, ১৭ জানুয়ারি ২০১৯

ভোলায় অগ্নিকাণ্ডে ৩০ দোকান ভস্মীভূত

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১৬ জানুয়ারি ॥ তজুমদ্দিন উপজেলা সদরের দক্ষিণ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০টি দোকান ভস্মীভূত হয়েছে। বুধবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে, এতে ৫/৬ কোটি টাকা ক্ষতি হয়েছে। তজুমদ্দিন থানা পুলিশ জানান, দুপুর দেড়টার দিকে তজুমদ্দিনের দক্ষিণ বাজারের একটি মুদির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। টঙ্গীতে ঝুটের গুদাম নিজস্ব সংবাদদাতা টঙ্গী থেকে জানান, টঙ্গীর বিসিক এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। টঙ্গী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের আগুন থেকে এ অগ্নিকা-ের সূত্রপাত। সীতাকুণ্ড নিজস্ব সংবাদদাতা সীতাকুণ্ড থেকে জানান, সীতাকুণ্ড নিটল টাটা গাড়ির ওয়ার্কসপ ও কালু তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার দুপুর ১টার সময় উপজেলার ফৌজদারহাট বিদ্যুত অফিস সংলগ্ন নিটল টাটা ওয়ার্কস, মোস্তাকিমের কালো তেলের ডিপোতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গফরগাঁও নিজস্ব সংবাদদাতা গফরগাঁও, ময়মনসিংহ থেকে জানান, আগুনে বসতবাড়িসহ তিন ঘর পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে মোল্লাপাড়া গ্রামে। জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের বাদল মিয়ার বাড়িতে অগ্নিকা-ের ঘটনায় দুই ভাইয়ের দুটি ঘর, ঘরে থাকা ৫ লাখ টাকাও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। খাগড়াছড়ি পার্বত্যাঞ্চল প্রতিনিধি খাগড়াছড়ি থেকে জানান, আগুনে পুড়ে ৮ ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাত ১টার দিকে সদরের নারিকেল বাগান এলাকায় আগুনের সূত্রপাত ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়ার্কশপ, ব্যাটারি দোকান ও মোটর পার্টসের দোকান রয়েছে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল কাদের জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত।
×