ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়ের ধারায় ওজনিয়াকি-কেভিতোভা

প্রকাশিত: ০৭:১১, ১৭ জানুয়ারি ২০১৯

জয়ের ধারায় ওজনিয়াকি-কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছেন ক্যারোলিন ওজনিয়াকি, এ্যাঞ্জেলিক কারবার, এরিনা সাবালেঙ্কা, ক্যারোলিন গার্সিয়া, এ্যাশলে বার্টি, স্লোয়ানে স্টিফেন্স এবং প্রেত্রা কেভিতোভা। দুর্দান্ত খেলেই অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেছেন বিশ্ব টেনিসের এই শীর্ষ তারকারা। অস্ট্রেলিয়ান ওপেনের বর্তমান চ্যাম্পিয়ন ক্যারোলিন ওজনিয়াকি। গত বছর এই টুর্নামেন্টের মধ্য দিয়েই অধরা স্বপ্ন পূরণ করেন ডেনমার্কের এই টেনিস তারকা। শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে এবারও মেলবোর্নের কোর্টে নামেন তিনি। তবে শুরুটা বেশ ভালভাবেই করেছেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকা। অস্ট্রেলিয়ান ওপেনের দ্বিতীয় রাউন্ডেও জয়ের স্বাদ পেয়েছেন তিনি। বুধবার ক্যারোলিন ওজনিয়াকি ৬-১ এবং ৬-৩ গেমে পরাজিত করেন সুইডেনের জোহানা লারসনকে। প্রতিপক্ষকে হারাতে এদিন তার সময় লাগে মাত্র ৬৬ মিনিট। তৃতীয় রাউন্ডে তার প্রতিপক্ষ হয় মারিয়া শারাপোভা অথবা সুইদে রেবেকা। জার্মানির এ্যাঞ্জেলিক কারবার এদিন ৬-২ এবং ৬-৩ গেমে হারান ব্রাজিলের অখ্যাত বিয়াত্রিজ হাদ্দাদ মাইয়াকে। তিনবারের গ্র্যান্ডস্লামজয়ী কারবার। ২০১৬ সালে টেনিস কোর্টে আলো ছড়িয়েছিলেন তিনি। এর পরের দুই বছর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি। যদিওবা গত মৌসুমে উইম্বলডন জিতে টেনিস কোর্টে স্বরূপে ফেরার ইঙ্গিত দেন স্টেফি গ্রাফের এই উত্তরসূরি। তৃতীয় রাউন্ডের ম্যাচে তিনি ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা কিম্বার্লি বিরেলের মুখোমুখি হবেন। বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ে কিম্বার্লির অবস্থান ২৪০। কিন্তু দ্বিতীয় রাউন্ডের ম্যাচে র‌্যাঙ্কিংয়ের ২৯তম স্থানে থাকা ডোনা ভেকিচকে হারিয়ে রীতিমতো চমকে গিয়েছেন টেনিস দুনিয়াকে। অস্ট্রেলিয়ার ২০ বছর বয়সী এই খেলোয়াড় দ্বিতীয় রাউন্ডে ৬-৪, ৪-৬ এবং ৬-১ গেমে ডোনা ভেকিচকে হারিয়ে প্রথমবারের মতো কোন গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। দুইবারের উইম্বল্ডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভাও দুর্দান্ত শুরু করেছেন নতুন মৌসুমের প্রথম মেজর টুর্নামেন্টে। টানা দুই ম্যাচ জয়ের স্বাদ পেয়েছেন তিনি। চেক প্রজাতন্ত্রের এই তারকা এদিন ৬-১ ৬-৩ গেমে পরাজয়ের স্বাদ উপহার দেন রোমানিয়ার ইরিনা ক্যামেলিয়া বেগুকে। প্রতিপক্ষের বিপক্ষে সহজ এই জয় পেতে তার সময় লাগে ৬৯ মিনিট। তৃতীয় রাউন্ডে আরও কঠিন পরীক্ষা তার সামনে। কেননা, সেই ম্যাচে যে তার প্রতিপক্ষ বেলিন্ডা বেনচিচ। সুইজারল্যান্ডের এই টেনিস তারকা এখন টেনিস কোর্টে দুর্দান্ত। বছর শুরু করেছেন হপম্যান কাপ জিতে। স্বদেশী কিংবদন্তি রজার ফেদেরারের সঙ্গে জুটি বেঁধে হপম্যান কাপ জয়ের স্বাদ পান তিনি। আমেরিকান টেনিসের প্রতিভাবান খেলোয়াড় স্লোয়ানে স্টিফেন্স। টানা দুই জয়ের সৌজন্যে তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন তিনিও। দ্বিতীয় পর্বের ম্যাচে বুধবার স্লোয়ানে স্টিফেন্স ৬-৩ এবং ৬-১ গেমে অনায়াসেই পরাজিত করেন হাঙ্গেরির তিমিয়া বাবোসকে। পরের রাউন্ডে ২০১৭ সালে ইউএস ওপেন জেতা স্লোয়ানে স্টিফেন্সের প্রতিপক্ষ পেত্রা মার্টিচ। অস্ট্রেলিয়ান ওপেনে চমক দেখিয়ে যাচ্ছেন দুই তরুণ প্রতিভাবান খেলোয়াড় এরিনা সাবালেঙ্কা এবং এ্যাশলে বার্টিও। দুই তারকাই জয় পেয়েছেন বুধবার। বেলারুশের এরিনা সাবালেঙ্কা দ্বিতীয় রাউন্ডে ৬-৩ এবং ৬-৪ গেমে পরাজিত করেন যুক্তরাষ্ট্রের কেটি বোল্টারকে। গত বছরই টেনিস কোর্টের পাদপ্রদীপের আলোয় ওঠে আসেন সাবালেঙ্কা। নতুন বছরেও দেখা যায় তার ঝরক। দুর্দান্ত খেলেই বছরের প্রথম টুর্নামেন্ট শেনঝেন ওপেনের শিরোপা উচিয়ে ধরেন তিনি। অস্ট্রেলিয়ার এ্যাশলে বার্টি তার দ্বিতীয় ম্যাচে ৬-২ এবং ৬-৩ গেমে পরাজিত করেন ওয়াং ইয়াফানকে। তবে দ্বিতীয় পর্বেই জয়রথ থেমে গেছে কিকি বার্টেন্সের। টুর্নামেন্টের নবম বাছাই বার্টেন্সকে হারিয়েছেন বিশ্ব টেনিসের ৪২ নম্বর খেলোয়াড় এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভা। সাবেক কোয়ার্টার ফাইনালিস্ট পাভলিউচেঙ্কোভা এদিন ৩-৬, ৬-৩ এবং ৬-৩ গেমে পরাজিত করেন হল্যান্ডের কিকি বার্টেন্সকে।
×