ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শচীনকে ধাওয়া করছেন কোহলি

প্রকাশিত: ০৭:১২, ১৭ জানুয়ারি ২০১৯

শচীনকে ধাওয়া করছেন কোহলি

স্পোর্টস রিপোর্টার ॥ ঠিক ২৪ বছরের ক্যারিয়ারে ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন ভারতীয়দের ক্রিকেটঈশ্বর শচীন টেন্ডুলকর। ২০১৩ সালে অবসর নেয়ার সময় তার বয়স হয়ে গিয়েছিল ৪০Ñএর ওপরে। টেস্ট সেঞ্চুরি ৫১টি, ওয়ানডতে ৪৯। শচীনকে বলা হতো আধুনিক ব্যাটিংয়ের বিস্ময়। বিরাট কোহলি তবে কি? অস্ট্রেলিয়া সফরে সিরিজে সমতা ফেরানো দ্বিতীয় ওয়ানডেতে দুরন্ত এক সেঞ্চুরি হাঁকিয়ে রেকর্ড বইয়ের অনেক কিছুই নাড়িয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। বয়স ৩০ বছর। যেখানে শচীনের অর্ধেকেরও কম সময়ে, অর্থাৎ ১০ বছরের ক্যারিয়ারে তার ওয়ানডে সেঞ্চুরি ৩৯টি! শচীনকে ছুঁতে চাই আর ১০ সেঞ্চুরি, ছাড়িয়ে যেতে ১১টি। ও হ্যাঁ, গত এক বছরেই ১০টি আন্তর্জাতিক সেঞ্চুরি হাঁকানো কোহলির জন্য এটি হতে পারে সময়ের ব্যাপার। তিন ভার্সন মিলিয়ে শচীনের সেঞ্চুরি ১০০, রিকি পন্টিংয়ের ৭১ আর কোহলির ৬৪টি। ১০৪ রানের ইনিংসের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম ভারতীয় ‘অধিনায়ক হিসেবে’ ওয়ানডেতে সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি গড়েছেন ক্যারিয়ারে দ্রুত ১৫০০০ আন্তর্জাতিক রান এবং এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি ১০ সেঞ্চুরির নতুন রেকর্ড। পেছনে ফেলেছেন দুই সাবেক তারকা রিকি পন্টিং (৯) আর গ্রায়েম স্মিথকে (৯)। কোহলির ক্যারিয়ারের এই ৩৯তম ওয়ানডে সেঞ্চুরি অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোন দলের ব্যাটসম্যানের ১১তম আন্তর্জাতিক সেঞ্চুরিও, যা আবার সর্বোচ্চ। গ্রেট সুনীল গাভাস্কার বলেছেন, ফিটনেস ঠিক রাখতে পারলে কোহলি একদিন ক্রিকেট-দুনিয়ার সব রেকর্ড ভেঙ্গে দেবেন। ওয়ানডতে এখনই তাকে ইতিহাসের সেরা বলে মানছেন অনেকে। পঞ্চাশ ওভারের ম্যাচে ৪৫২ ইনিংসে শচীনের মোট রান ১৮৪২৬, সর্বোচ্চ ২০০*। গড় ৪৪.৮৩। স্ট্রাইক রেট ৮৬.২৩। মোট সেঞ্চুর ৪৯টি। কোহলি সেখানে ২১০টি ইনিংসে ১০৩৩৯ রান করেছেন, ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৩। গড় ৫৯.৭৬, স্ট্রাইক রেট ৯২.৮৪, মোট সেঞ্চুরি ৩৯। সেরা দশের তিন নম্বরে রয়েছেন রিকি পন্টিং। সাবেক অস্ট্রেলিয়া অধিনায়ক অবসরে গেছেন অনেক দিন হলো। ওয়ানডতে তিনি ৩৬৫টি ইনিংসে ১৩৭০৪ রান করেছেন, সর্বোচ্চ ১৬৪। গড় ৪২.০৩, স্ট্রাইক রেট ৮০.৩৯, মোট সেঞ্চুরি ৩০টি। ২৮ সেঞ্চরি নিয়ে এর পরেই আছেন সাবেক শ্রীলঙ্কান কিংবদন্তি সনাথ জয়সুরিয়া। তিনি ৪৩৩টি ইনিংসে ১৩৪৩০ রান করেছেন, সর্বোচ্চ রান ১৮৯। গড় ৩২.৩৬, স্ট্রাইক রেট ৯১.২০। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হাশিম আমলা পাঁচ নম্বরে। এখনো খেলা চালিয়ে যাওয়া প্রোটিয়া তারকার মোট ওয়ানডে সেঞ্চুর ২৬টি। ১৬৬টি ইনিংসে মোট ৭৬৯৬ রান করেছেন। সর্বোচ্চ রান ১৫৯। গড় ৪৯.৬৫, স্ট্রাইক রেট ৮৯.৩০। আরেক দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এ বি ডেভিলিয়ার্স ২১৮টি ইনিংসে মোট ৯৫৭৭ রান করেছেন, সর্বোচ্চ রান ১৭৬। গড় ৫৩.৫০, স্ট্রাইক রেট ১০১.০৯। অবসরে যাওয়া ধুন্ধুমার ব্যাটসম্যানের ২৫টি সেঞ্চুরি। শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারাও অবসর নিয়েছেন ক্রিকেট থেকে। ৩৮০টি ইনিংসে মোট ১৪২৩৪ রান করেছেন, সর্বোচ্চ রান ১৬৯। গড় ৪১.৯৮, স্ট্রাইক রেট ৭৮.৮৬। তার দখলেও রয়েছে ২৫টি সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট তারকা ক্রিস গেইল ২৭৯টি ইনিংসে মোট ৯৭৭৭ রান করেছেন, সর্বোচ্চ রান ২১৫। গড় ৩৭.১২, স্ট্রাইক রেট ৮৫.৮২। তার দখলে রয়েছে ২৩টি সেঞ্চুরি। তিনিও আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন এই মুহূর্তে। আর কোহলি-সতীর্থ হিটম্যান রোহিত শর্মা ১৮৯টি ইনিংসে মোট ৭৬৩০ রান করেছেন, সর্বোচ্চ রান ২৬৪। গড় ৪৮.২৯, স্ট্রাইক রেট ৮৮.৮৫। ওয়ানডেতে রোহিতের দখলে রয়েছে ২২টি সেঞ্চুরি। সাবেক ভারত অধিনায়ক সৌরভ ওয়ানডেতে ৩০০ ইনিংসে মোট ১১৩৬৩ রান করেছেন, সর্বোচ্চ ১৮৩। গড় ৪১.০২, স্ট্রাইক রেট ৭৩.৭০। তার দখলে ২২টি সেঞ্চুরি।
×