ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বিদেশী কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আজ

প্রকাশিত: ০৭:১২, ১৭ জানুয়ারি ২০১৯

বিদেশী কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক আজ

জনকণ্ঠ ডেস্ক ॥ সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিদেশী কূটনীতিকদের আজ বৃহস্পতিবার অবহিত করবেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। মন্ত্রী হওয়ার পরে এটি হবে বিদেশী কূটনীতিকদের সঙ্গে তার প্রথম দলগত বৈঠক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র নিশ্চিত করেছে, বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠেয় ওই বৈঠকে বাংলাদেশে কর্মরত সব দূতাবাস, জাতিসংঘ ও অন্যান্য সংস্থার রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের অংশ নেয়ার আহবান জানানো হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভূমিধস জয় ও প্রধান বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের শোচনীয় পরাজয়ের কারণসহ বিভিন্ন বিষয় উঠে আসতে পারে এ আলোচনায়। এছাড়াও নেপালের রাষ্ট্রদূত চপ লাল ভুষল, শ্রীলঙ্কার রাষ্ট্রদূত ক্রিসেন্থে ডি সিলভা, যুক্তরাজ্যের রাষ্ট্রদূত এ্যালিসন বেøক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনসে তেরিংক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত হেনরিকাস ভের হুইজ পররাষ্ট্রমন্ত্রী মোমেনের সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাত করবেন। সকাল থেকে দুপুর পর্যন্ত এসব বৈঠক হওয়ার কথা রয়েছে। কূটনীতিকদের সঙ্গে জাতীয় নির্বাচন নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক প্রসঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, ‘এটি একটি রুটিন বিষয়। সরকারের নীতি, বর্তমান পরিস্থিতি এবং অন্যান্য বিষয় নিয়ে মন্ত্রী কূটনীতিকদের নিয়মিতভাবে অবহিত করে থাকেন। এর মাধ্যমে কূটনীতিকরা সরকার এবং এর নীতি সম্পর্কে পরিষ্কার ধারণা পান এবং তাদের যদি কিছু জানার থাকে সেটি তারা জিজ্ঞাসা করতে পারেন।
×