ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

টেস্টেও ফিরলেন ড্যারেন ব্রাভো

প্রকাশিত: ০৭:১৩, ১৭ জানুয়ারি ২০১৯

টেস্টেও ফিরলেন ড্যারেন ব্রাভো

স্পোর্টস রিপোর্টার ॥ ডিসেম্বরে বাংলাদেশ সফরে দুই বছর পর জাতীয় দলে ফেরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটার এবার টেস্টেও জায়গা করে নিলেন। ঘরের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি)। সেখানে জেসন হোল্ডারের নেতৃত্বে খেলবেন ২৯ বছর বয়সী টপঅর্ডার ব্যাটসম্যান। পরিচিত মুখের মধ্যে আছেন ক্রেইগ ব্রেথওয়েট, শাই হোপ, কেমার রোচ ও শেমরন হেটমায়ার। ২৩ জানুয়ারি বার্বাডোজে শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও তৃতীয় টেস্ট যথাক্রমে নর্থ সাউন্ড ও গ্রস আইল্যান্ডে। ২০১৬ সালের নবেম্বরে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্টটি খেলেছিলেন ব্রাভো। তারপর দলের হয়ে সাদা পোশাক পরে মাঠে নামা হয়নি তার। টি২০ ও ওয়ানডে দলের বাইরেও দীর্ঘদিন ছিলেন তিনি। তবে গেল বছরের ডিসেম্বরে বাংলাদেশ সফরে উভয় ফরম্যাটেই ডাক পেয়েছিলেন ব্রাভো। ২০০৯-২০১০ থেকে ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে ৪৯ টেস্টে ৪০.০০ গড়ে ৩৪০০ রান করেছেন ব্রাভো। সেঞ্চুরি ৮টি। আর্থিক সঙ্কট, বোর্ড কর্তা ও কোচিং স্টাফে অনৈক্যসহ নানা সমস্যায় জর্জরিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট এখন নিজেদের হারিয়ে খুঁজছে। জাতীয় দল বাদ দিয়ে বেশিরভাগ তারকা ক্রিকেটার বিশ্বজুড়ে টি২০ খেলে বেড়াচ্ছেন। সেই দলে আছেন ক্রিস গেইল, সুনীল নারাইন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেলসহ অনেকেই। তবে ধীরে হলেও তাদের ফেরাতে পদক্ষেপ নিচ্ছে ক্যারিবীয় ম্যানেজমেন্ট। যদিও বাংলাদেশ সফরে বিধ্বস্ত ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওয়ানডে প্রত্যাবর্তনটা সুখকর ছিল না ড্যারেন ব্রাভোর। ওয়ানডে ও টি২০ মিলিয়ে চার ইনিংসে করেছেন ১৯, ২৭, ১০ ও ২ রান। প্রথম টেস্টের ওয়েস্ট ইন্ডিজ দল ॥ জেসন হোল্ডার (অধিনায়ক), ক্রেইগ ব্রেথওয়েট, ড্যারেন ব্রাভো, শ্যামার ব্রুকস, জন ক্যাম্পবেল, রোস্টন চেজ, শন ডরিচ, শ্যানন গ্যাব্রিয়েল, শিমরন হেটমায়ার, শাই হোপ, আলজারি জোসেফ, কেমার রোচ ও জোমেল ওয়ারিকান। জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ানদো প্রতিযোগিতা রবিবার শুরু স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় আগামী রবিবার থেকে শুরু হতে যাচ্ছে ‘জাতীয় স্কুল-কলেজ তায়কোয়ানদো প্রতিযোগিতা’। জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে ২১ জানুয়ারি পর্যন্ত। এ উপলক্ষে বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস এ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন), বাংলাদেশ তায়কোয়ানদো ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানাসহ অন্যরা।
×