ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‘৪০০ গোল করতে পেরে আমি গর্বিত’

প্রকাশিত: ০৭:১৪, ১৭ জানুয়ারি ২০১৯

‘৪০০ গোল করতে পেরে আমি গর্বিত’

স্পোর্টস রিপোর্টার ॥ বছরের পর বছর গৌরবময় রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। বলাবাহুল্য, প্রায় সব রেকর্ডই গড়ছেন নিজের ক্লাব বার্সিলোনার হয়ে। কিন্তু এত কিছু করার পরও পা মাটিতেই রাখেন পাঁচবারের ফিফা সেরা তারকা। এই যেমন দিনকয়েক আগে স্প্যানিশ লা লিগার ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে ‘৪০০’ গোল করার পরও স্বাভাবিক আছেন মেসি। প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি দল ও সতীর্থদের এগিয়ে রেখেছেন। তবে এই মাইলফলক স্পর্শ করতে পারায় তিনি গর্বিত বলেও জানিয়েছেন। অনন্য কীর্তি গড়তে পেরে সাবেক ও বর্তমান সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ন্যুক্যাম্পে গত রবিবার এইবারের বিপক্ষে ৩-০ গোলেু জেতা ম্যাচে এক গোল করে ইতিহাস গড়েন খুদে জাদুকর। চলতি মৌসুমে লীগে এখন পর্যন্ত ১৭টি গোল করেছেন মেসি। আর আটটি গোল হলেই টানা দশ মৌসুমে ২৫ বা তার বেশি করে গোল করার রেকর্ড গড়বেন। গৌরবময় মাইলফলকে পৌঁছানো নিয়ে বুধবার সাক্ষাতকারে মেসি বলেন, ৪০০ গোলের মাইলফলকে পৌঁছাতে পেরে আমি গর্বিত। আশা করি, আরও কিছু করতে পারব। তিনি আরও বলেন, আমি রেকর্ডে বা পরিসংখ্যানে খুব বেশি মনোযোগ দেই না। প্রতিটা দিন ধরে ধরে ভাবতে পছন্দ করি। শুধু গোল করা নয়, বরং প্রতিটি ম্যাচকে আমি চ্যালেঞ্জ মনে করি। যেখানে তিন পয়েন্ট যোগ করতে আমাদের জিততে হবে এবং লা লিগার জন্য লড়তে হবে। বার্সিলোনা অধিনায়ক বলেন, এটা পরিষ্কার যে সতীর্থদের সাহায্য ছাড়া যারা এখন আমার সঙ্গে আছে এবং যারা আগে ছিল ৪০০ গোল করা অসম্ভব হতো। তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ। ৪০০ গোল করতে মেসি খেলেছেন ৪৩৫ ম্যাচ। দুর্দান্ত এই পথচলায় ম্যাচ প্রতি গোল করেছেন প্রায় ০.৯২ হারে। এই সময়ে মেসি ৮৩ ম্যাচে গোল করেছেন দুটি করে আর হ্যাটট্রিক করেছেন ৩১ বার। ২০০৪ সালের অক্টোবরে এস্পানিওলের বিপক্ষে লা লিগায় অভিষেক হয়। পরের বছর ১ মে আলবাসেটের বিপক্ষে লীগে প্রথম গোলের দেখা পান। তখন মেসির বয়স ছিল ১৭ বছর। ২০১০ সালের ২০ নবেম্বর আলমেইরার বিপক্ষে করেন শততম গোল। ২০১৩ সালের ২৭ জানুয়ারি ওসাসুনার বিপক্ষে ২০০তম ও ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি স্পোর্টিং গিহনের বিপক্ষে ৩০০তম গোল করেন। বর্তমানে লা লিগায় খেলছে এমন ফুটবলারদের মধ্যে গোলের হিসাবে মেসির ধারে কাছে নেই কেউ। সবচেয়ে কাছে থাকা এ্যাথলেটিক বিলবাওয়ের আরিটজ আডুরিজের গোল ১৫৭টি। লা লিগার ৯০ বছরের ইতিহাসে সেরা গোলদাতাদের তালিকাতেও বেশ বড় ব্যবধানে এগিয়ে শীর্ষে আছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। গত বছর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো রিয়াল মাদ্রিদ ছাড়ায় মাঠটা একেবারেই ফাঁকা হয়ে গেছে মেসির জন্য। লা লিগায় থাকলে মেসির প্রধান হুমকি থাকতে সি আর সেভেনেই। কেননা মেসির চেয়ে অনেক ম্যাচ কম খেলে লা লিগায় রোনাল্ডো করেছেন ৩১১ গোল। মাত্র ২৯২ ম্যাচে গোলগুলো করেন বর্তমানে জুভেন্টাসে খেলা পর্তুগীজ তারকা। আর মেসি ৪০০ গোল করতে খেলেছেন ৪৩৫ ম্যাচ। এই কীর্তি গড়ার পর সবার প্রশংসায় ভেসে চলেছেন মেসি। বার্সিলোনা কোচ আর্নেস্টো ভালভার্ডে বলেছেন, এটা সত্যিকার অর্থেই অসাধারণ। বলতে সহজ হলেও দীর্ঘ সময় ধরে একের পর এক গোল করে যাওয়া সত্যিই অসাধারণ। সে অন্য জগতের মানুষ। শুধু গোলগুলো নয়, যেসব কীর্তি সে গড়েছে, তাতে মনে হয়, মেসি অন্য গ্যালাক্সি থেকে এসেছে।
×