ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জয়পুর উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’

প্রকাশিত: ০৭:২১, ১৭ জানুয়ারি ২০১৯

জয়পুর উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র ‘ইতি, তোমারই ঢাকা’

সংস্কৃতি ডেস্ক ॥ আগামীকাল ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বুসান, ভারত ও ইন্দোনেশিয়ার একাধিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে আসা বাংলাদেশের প্রথম অমনিবাস চলচ্চিত্র ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘ইতি, তোমারই ঢাকা’ চলচ্চিত্রটি এবার প্রদর্শিত হবে ভারতের ‘১১তম জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে আবু শাহেদ ইমনসহ ১১ নির্মাতার চলচ্চিত্র। চলচ্চিত্রটি বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিয়ে বিভিন্ন দেশ থেকে আগত দর্শকদের মন জয় করেছে। বাংলাদেশের চলচ্চিত্রগুলোকে আন্তর্জাতিক মহলে পৌঁছে দেয়ার লক্ষ্যে এশিয়ার অন্যতম বড় চলচ্চিত্র উৎসব বুসান চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয় ‘ইতি, তোমারই ঢাকা’। চলচ্চিত্রগুলোর নির্বাহী প্রযোজক ফরিদুর রেজা সাগর ও ইবনে হাসান খান। চলচ্চিত্রে উঠে এসেছে মূলত ঢাকার নিম্নবিত্ত মানুষের জীবনযাপন, তাদের সংগ্রাম ও বেঁচে থাকার নিরন্তর যুদ্ধ। সেই সঙ্গে ঢাকার নিজস্ব এক সংস্কৃতিও ফুটে উঠেছে চলচ্চিত্রগুলোতে। চলচ্চিত্রগুলোতে অভিনয় করছেন নুসরাত ইমরোজ তিশা, ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ প্রমুখ। যে ১১ জন নির্মাতা চলচ্চিত্র নির্মাণ করেছেন তারা হলেন আবু শাহেদ ইমন, গোলাম কিবরিয়া ফারুকী, মাহমুদুল ইসলাম, মীর মোকাররম হোসেন, রাহাত রহমান, রবিউল আলম রবি, সৈয়দ সালেহ আহমেদ সোবহান, সৈয়দ আহমেদ শাওকী, তানিম নূর তানভীর, কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায় এবং নুহাশ হুমায়ূন।
×