ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডাকসু নির্বাচনের তফসিল দাবিতে ছাত্রলীগের সমাবেশ

প্রকাশিত: ০৭:২৩, ১৭ জানুয়ারি ২০১৯

 ডাকসু নির্বাচনের তফসিল দাবিতে ছাত্রলীগের সমাবেশ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে এবার মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গণরুম, সান্ধ্যকালীন কোর্সসহ বিভিন্ন অব্যবস্থাপনা নিয়েও তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। ‘স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়’ বিনির্মাণের দাবিতে বুধবার বিকেলে মধুর ক্যান্টিন থেকে মিছিল নিয়ে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশের আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেন। এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা ও হল শাখা ছাত্রলীগের সহস্রাধিক নেতাকর্মী সমাবেশে উপস্থিত ছিলেন। অনতিবিলম্বে ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ ‘স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ের’ জন্য বেশ কিছু দাবি তুলে ধরে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন বলেন, বাংলাদেশ দিনদিন নেতৃত্বশূন্য হয়ে যাচ্ছে। ডাকসু নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরি করা সম্ভব। দীর্ঘ ২৮ বছর পর হাইকোর্টের নির্দেশে ডাকসু নির্বাচন আয়োজনের চেষ্টা চলছে। আমরা সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এ বিষয়ে আন্তরিক। ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, আমরা অনতিবিলম্বে ডাকসু নির্বাচন চাই । যেন অতি দ্রুত তফসিল ঘোষণা করা হয়। কেননা, সাধারণ ছাত্রদের কথা কারা বলবে। আমরা চাই, শিক্ষার্থীদের ভালবাসায় নির্বাচিত প্রতিনিধিরা সিন্ডিকেটে গিয়ে তাদের কথা বলুক। সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন বলেন, ছাত্ররা ২৮ বছর ডাকসুর জন্য অপেক্ষা করেছে, আর ২৮ দিনও তারা অপেক্ষা করবে না। অবিলম্বে ডাকসুর তফসিল ঘোষণা করতে হবে। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে চলমান সান্ধ্যকালীন বাণিজ্যিক কোর্স অনতিবিলম্বে বন্ধের দাবি জানিয়ে তিনি বলেন, এই বিশ্ববিদ্যালয় টাকা গড়ার কোন কারখানা নয়, এই বিশ্ববিদ্যালয় স্বল্পকালীন শিক্ষাদানের কোন ট্রেনিং সেন্টার নয়। সান্ধ্যকালীন কোর্সের নামে শিক্ষকরা অন্য কাজে ব্যস্ত থাকবেন আর শিক্ষার্থীরা মেধার ভিত্তিতে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতে এসে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হবে এই বিষয়টি বাংলাদেশ ছাত্রলীগ কোন অবস্থাতেই মেনে নেবে না।
×