ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নতুন আঙ্গিকে এশিয়ান টিভি

প্রকাশিত: ০৭:২৩, ১৭ জানুয়ারি ২০১৯

নতুন আঙ্গিকে এশিয়ান টিভি

স্টাফ রিপোর্টার ॥ নতুন আঙ্গিকে ২০১৯ সালে দর্শকের সামনে আসছে এশিয়ান টেলিভিশন। অনুষ্ঠানগুলোতে থাকছে শতভাগ মুক্তিযুদ্ধের চেতনা মিশ্রিত বাঙালিয়ানা। আগামীকাল শুক্রবার ষষ্ঠবর্ষ পেরিয়ে সপ্তমে পা রাখতে যাচ্ছে দেশের এ বেসরকারী চ্যানেলটি। এ উপলক্ষে চ্যানেলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হয়। এতে টেলিভিশনের চেয়ারম্যান আলহাজ হারুন-উর-রশিদ বলেন, বিদেশী চ্যানেল আর সাংস্কৃতিক আগ্রাসন রোধে নিজস্ব অনুষ্ঠানের মানোন্নয়নে সর্বোচ্চ চেষ্টা থাকবে। বিশেষ করে জীবনধর্মী ও রুচিস্নিগ্ধ নাটক নির্মাণ করবে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। তিনি বলেন, দেশী-বিদেশী দর্শকের মন জয় করে ৭ম বর্ষে পদার্পণ করছে এশিয়ান টেলিভিশন। আশা করছি আমাদের চ্যানেলটি বাঙালী সংস্কৃতি বিকাশের অগ্রপথিকের ভূমিকা পালন করবে এবং দেশের সার্বিক উন্নয়নে অনন্য অবদান রাখবে। এশিয়ান টেলিভিশনকে গণমানুষের কণ্ঠস্বর উল্লেখ করে তিনি বলেন, রুচিশীল দর্শকের জন্য এশিয়ান টেলিভিশন যেমন মানসম্পন্ন অনুষ্ঠান নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ একইভাবে রুচিশীল দর্শক তৈরিতেও এশিয়ান টেলিভিশন অঙ্গীকারাবদ্ধ। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের হেড অব প্রোগ্রাম জাহিদ হোসেন শোভন, ডেপুটি হেড অব প্রোগ্রাম তানভীর তন্ময়, চীফ নিউজ এডিটর মোঃ বেলাল হোসাইন, জিএম (সাধারণ) শাহ রেজাউল মাহমুদ, হেড অব মার্কেটিং এ্যান্ড সেলস শেখ সাখায়েত উল্লাহ মিলন, জিএম (এ্যাকাউন্টস) বিএম সিনহাসহ উর্ধতন কর্মকর্তারা।
×