ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

রুহুল আমিন ভূঁইয়া

বিপিএলে দ্যুতি ছড়াচ্ছেন তারকারা

প্রকাশিত: ০৭:৩০, ১৭ জানুয়ারি ২০১৯

বিপিএলে দ্যুতি ছড়াচ্ছেন তারকারা

দেশে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আয়োজন বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)-এর ষষ্ঠ আসর শুরু হয়েছে গত ৫ জানুয়ারি। এতে উপস্থাপনা করতে দেখা যাচ্ছে শোবিজের চার তারকা সুন্দরীকে। তারা হলেন আজরা মাহমুদ, জান্নাতুল ফেরদৌস পিয়া, শ্রাবণ্য তৌহিদা ও জাহারা মিতু। বিপিএলের এবারের আসরের খেলাগুলোর সম্প্রচারের দায়িত্বে রয়েছে দুটি বেসরকারী টিভি চ্যানেল জিটিভি ও মাছরাঙ্গা। এই দুই চ্যানেলের স্টুডিওতে ও খেলার মাঠে দেখা যাবে হালের এ লাস্যময়ীদের। তারা কেউই ক্রিকেট খেলেন না। কিন্তু ক্রিকেট ম্যাচ থাকলে মাঠে থাকতে হয় তাদের। কেউ মাঠের বাউন্ডারির পাশ ঘেঁষে, কেউ বা স্টুডিওতে। দেশ-বিদেশের ক্রিকেট অনুরাগীদের কাছে খেলার খবরাখবর পৌঁছে দেন। এ কারণে তারা এখন সবার পরিচিত মুখ। এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) তাদের সরব উপস্থিতি চোখে পড়ার মতো। আজরা মাহমুদ দেশের জনপ্রিয় একজন র‌্যাম্প মডেল ও কোরিওগ্রাফার। সফল উপস্থাপিকা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। দীর্ঘদিন ধরে কাজ করছেন গ্ল্যামার জগতে। ফ্যাশন শোয়ের উত্তোরণের পেছনে আজরার অবদান বিশেষভাবে উল্লেখ করার মতো। এবারের বিপিএল উপস্থাপনায় তার উপস্থিতি চোখে পড়ার মতো। সম্প্রতি শেষ হওয়া ওয়েস্ট ইন্ডিজ-বাংলাদেশ সিরিজেও উপস্থাপনার দায়িত্বে ছিলেন মডেল অভিনেত্রী পিয়া। এছাড়াও বিপিএলের আগের আসরে মাঠ ও গ্যালারিতে সরব উপস্থিতি ছিল তার। এশিয়া কাপের পর এবার বিপিএল কেমন লাগছে জানতে চাইলে পিয়া বলেন, অনেক ভাল লাগছে। একটু ক্লান্ত হয়ে গেলেও খুব আনন্দ নিয়ে দায়িত্বটি পালন করছি। শক্তিমান দলের সবার খেলা পছন্দ পিয়ার। তার ভাষ্যমতে ভাল খেলা দেখতে ভালই লাগে। যারাই ভাল খেলুক না কেন ভাল খেলাটা উপভোগ করি। বললেন জান্নাতুল পিয়া। বিপিএল উপস্থাপনায়র অভিজ্ঞতা শেয়ার করে পিয়া বলেন, সাবেক ক্যাপ্টেন ফারুক ভাইকে নিয়ে মজার অভিজ্ঞতা রয়েছে। তার নাম ফারুক হোসেন আর আমার স্বামীর নাম ফারুক হাসান। তিনি যখনই প্রোগ্রাম এ আসেন প্রতিবারই আমি ভুলে হাসান নামে ডাকি হোসেন নামটা ভুলে যাই। উপস্থাপনার বাইরে পিয়ার ব্যবসা নিয়ে ব্যস্ততা যাচ্ছে। তবে উৎসব কেন্দ্রিক নাটকে ভাল গল্প হলে পিয়াকে দেখা যায়। তার কাছে গল্প-চরিত্র দুটিই সমান গুরুত্বপূর্ণ। এবং গল্প-চরিত্র পরিচালক ও সহশিল্পী সবদিক দিয়ে সন্তুষ্ট হলে, ব্যাটে বলে মিলে গেলে সিনেমায় দেখা যাবে বলে জানান তিনি। ক্রীড়া উপস্থাপনাতেই জনপ্রিয়তা পেয়েছেন শ্রাবণ্য তৌহিদা। এর আগে ক্রিকেট ম্যানিয়া, বিশ্বকাপ ফুটবল কিংবা বিনোদনমূলক নানা ধরনের অনুষ্ঠানে প্রাণোচ্ছল উপস্থাপনা দিয়ে জনপ্রিয়তা অর্জন করলেও প্রথমবার বিপিএলের মতো বড় আসরে মাইক্রোফোন হাতে দেখা যাচ্ছে এই তারকাকে। বিপিএলে তিনি আছেন মাছরাঙা টেলিভিশনের ‘পাওয়ার প্লে’ উপস্থাপনায়। ক্রিকেটে বাংলাদেশ দলের টানা তিন সিরিজেই উপস্থাপিকা ও ধারাভাষ্যকার হিসেবে মাঠে ও স্টুডিওতে সমানতালে পারফর্ম করেছেন শ্রাবণ্য। প্রথমবারের মতো বিপিএল উপস্থাপনা নিয়ে শ্রাবণ্য বলেন, গত চার বছর ধরে আমি ক্রিকেটের সঙ্গে আছি। ক্রিকেট খেলা ভালভাবে বোঝার চেষ্টা করি। সে জন্য ক্রিকেটের যে কোন শো করতে পারলে আমার ভাললাগে। ‘এ কাজে বেশ চ্যালেঞ্জ আছে, তারপরও নিজের কাছে এক্সাইটমেন্ট কাজ করছে। ক্রিকেট নিয়ে শো করতে আমার কোন সাজানো চিত্রনাট্য দরকার পড়ে না। শোয়ের আগে নিজে নিজে প্রচুর স্টাডি করে নেই। খেলা দেখি। এরপরই লাইভে চলে যাই। অপ্রাসঙ্গিক ভারি কথা বলি না, আমি আমার মতোই থাকি। মানুষ মাত্রই ভুল করে কিন্তু আমি সব সময় সচেতন থাকি ভুল তথ্য যাতে না দিই। ক্রিকেটের যারা সিনিয়র বোদ্ধা, তারা বলেন, আমি আগের চেয়ে এখন অনেক বেশি পরিণত।’ এদিকে শ্রাবণ্য ব্যস্ত আছেন একাধিক নিয়মিত টিভি শো নিয়ে। এরই মধ্যে রয়েছে এনটিভির অনুষ্ঠান ‘রঙিন পাতা’। একজন তারকা ও তার পছন্দের সাংবাদিক নিয়ে এ অনুষ্ঠানটি। এ ছাড়া এশিয়ান টিভির রান্নার অনুষ্ঠান উপস্থাপনা করছেন নিয়মিত। এদিকে জাহারা মিতু ২০১৭ সালে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় ক্যারিয়ার শুরু করেন। এরই মধ্যে তিনি বিশ্বকাপ ফুটবলের সময় দুটি ভিন্ন চ্যানেলে ফুটবল বিষয়ক অনুষ্ঠান উপস্থাপন ও ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ’ প্রতিযোগিতা ২০১৮-এর উপস্থাপনা করেছেন। কেমন লাগছে বিপিএলের উপস্থাপনা? জবাবে মিতু বলেন, নতুন টিমের সঙ্গে নতুনভাবে ভালই লাগছে সব কিছু। খারাপ লাগার সুযোগ নেই। ৬ মাস ধরে খেলা বিষয়ক অনুষ্ঠান উপস্থাপনায় যুক্ত আছেন জাহারা মিতু। বিশ্বকাপ দিয়ে শুরু খেলার প্রথম উপস্থাপনা। ছোটবেলা থেকে খেলাধুলা পছন্দ মিতুর। তার ঝুলিতে রয়েছে বেশ কিছু পুরস্কার। তবে ব্যক্তিগতভাবে বিপিএলে মিতুর পছন্দের দল নেই। উপস্থাপনার জায়গা থেকে প্রতিটি দলকে সাপোর্ট করেন। সবার খেলা ভাললাগে। ফুটবল-ক্রিকেট নিয়ে অনুষ্ঠান করতে তাত্ত্বিক জ্ঞান বা কোন কর্মশালার দরকার হয়েছিল কি? না সে রকমভাবে কর্মশালা করা হয়নি। ছোটবেলা থেকে খেলার প্রতি একটা টান ছিল। যার জন্য বেসিক ছিল। যখন ফুটবল দিয়ে উপস্থাপনা শুরু করি তখন নাগরিক টেলিভিশনের সবাই অনেক সহযোগিতা করেছে। ফুটবল উপস্থাপনা করতে করতে আমি বুঝে গেছি কখন কোন প্রশ্নটি করতে হবে। উপস্থাপনা ছাড়া নাটক ঘিরেই সকল ব্যস্ততা চলছে মিতুর। প্রধান টার্গেট ভাল একজন অভিনেত্রী হওয়ার। উপস্থাপনাও এক ধরনের অভিনয় মনে করেন তিনি। তবে অভিনয় করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন জাহারা মিতু।
×