ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

কালকিনিতে স্কুল শিক্ষার্থী নির্যাতনকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ২১:৪৩, ১৭ জানুয়ারি ২০১৯

কালকিনিতে স্কুল শিক্ষার্থী নির্যাতনকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ বাল্য বিয়ে মেনে না নেয়ায় মাদারীপুরের কালকিনিতে শুকতারা আক্তার-(১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীকে প্রথমে নির্যাতন শেষে পরে কুপিয়ে গুরুতর আহত করা হয়। এঘটনার প্রতিবাদে ও নির্যাতনকারীদের দৃষ্টান্তমুলক বিচারের দাবিতে আজ বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ মানববন্ধন কর্মসুচিতে প্রথমে থানা পুলিশ বাধা প্রদান করে। পরে শিক্ষার্থীরা তা উপেক্ষা করে সহপাটির নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিলে ফেটে পরেন। এছাড়া বিক্ষুব্দ শিক্ষার্থীরা এ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ঘেরাও করেন। শুকতারা কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষার্থী। ভুক্তভোগীর পরিবার সুত্রে জানাগেছে, উপজেলার সাহেবরামপুর এলাকার সাহেবরাপুর গ্রামের সালাম আকনের বড় ছেলে ইটালী প্রবাসী রোমনের (৩০) সাথে পাঙ্গাশিয়া গ্রামের মোফাজ্জেল হাওলাদারের মেয়ে শুকতারা আক্তারকে না জানিয়ে গোপনে বিয়ে ঠিক করেন পরিবারের লোকজন। এ বাল্য বিয়ের খবর ওই শিক্ষার্থী জানতে পেরে ওই প্রস্তাবকে সে প্রত্যাখান করেন। এতে ক্ষিপ্ত হয়ে রোমন আকনের ছোট ভাই শামন আকন তার লোকজন নিয়ে গত মঙ্গলবার সকালে ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়া সময় তাকে কুপিয়ে জখম করে ফেলে রাখে। আহত শিক্ষার্থীর সহপাটি তাহিয়া, জতি. সাবিহা ও মুসলিমাসহ বেশ কয়েকজন জানায়, আমরা মানববন্ধ করলে প্রথমে পুলিশ আমাদের বাধা প্রদান করেন। পরে আমরা নির্যাতনকারীদের দ্রুত বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছি। কালকিনি থানার ওসি মোঃ মোফাজ্জেল হোসেন বলেন, আমরা শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য দায়িত্ব পালন করেছি। ইতিমধ্যে আমরা একজন আসামীকে গ্রেফতার করেছি। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম বলেন, দোষীদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হবে।
×