ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নীলফামারীতে অগ্নিকান্ডে ৭২ বসতঘর পুড়ে ছাই

প্রকাশিত: ২১:৪৮, ১৭ জানুয়ারি ২০১৯

নীলফামারীতে অগ্নিকান্ডে ৭২ বসতঘর পুড়ে ছাই

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ ভয়াবহ অগ্নিকান্ডে জেলা সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ৭২টি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র, ধান, চাল, আলু ও বেশ কিছু নগদ অর্থ পুড়ে ছাই হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনায় প্রায় ১৫ লাখ টাকার খয়খতি হয় বলে ধারনা করা হচ্ছে। কুন্দুপুকুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান শাহাজাহান আলী চৌধুরী জানান ওই গ্রামের জাহিদুল ইসলামের বাড়ির বিদ্যুতের সর্ট সার্কিট হতে আগুনের সুত্রপাত হয়ে শৈত্যপ্রবাহের বাতাসে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে গ্রামের জাহিদুল ইসলাম সহ ৩৮ পরিবারের টিনের ও বাঁশের তৈরী ৭২ বসতঘর পুড়ে ছাই হয়। ক্ষতিগ্রস্থরা এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান জানায় ক্ষতিগ্রস্থদের সরকারীভাবে প্রাথমিক ভাবে শুস্ক খাবার ,৩০ কেজি করে চাল,তিনটি করে কম্বল ও নগদ তিন হাজার করে টাকা প্রদানের ব্যবস্থা করা হয়েছে। যা বিকালে বিতরন করা হবে। নীলফামারীর ফায়ার সার্ভিস ষ্টেশনের টিম লিডার এনামুল হক জানান নীলফামারী ও উত্তর ইপিজেড ফায়ার ষ্টেশনের দুইটি ইউনিটের গিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসায় গ্রামের আরো ২০টি পরিবারের বসত ঘর রক্ষা পায়।
×