ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নিখোঁজ শ্রমিকদের সন্ধানে আসছে উদ্ধারককারী জাহাজ প্রত্যয়

প্রকাশিত: ২১:৫৪, ১৭ জানুয়ারি ২০১৯

নিখোঁজ শ্রমিকদের সন্ধানে আসছে উদ্ধারককারী জাহাজ প্রত্যয়

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ সদরের মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্রলারের নিখোঁজ শ্রমিকদের সন্ধানে উদ্ধার কাজ দ্বিতীয় দিনের মত চলছে। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে লাইট স্ক্যান সোনার ব্যবহার করে সন্ধান চলছে। এদিকে নারায়নগঞ্জ থেকে উদ্নিধারকারী জাহাজ প্রত্যয় রওনা হচ্ছে। তবে এখনও ট্রলার চিহ্নিত ও শ্রমিকদের কোন সন্ধান পায়নি সংশ্লিষ্ট উদ্ধারকারীরা। এ তথ্য জানিয়েছেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সায়লা ফারজানা। নৌ বাহিনীর ডুবুরি তলব করা হয়েছে। ১২০ ফুট পানির নিচে মেঘনার তলদেশে ট্রলারটি ঘুজে ফিরছে বিআইডব্লিউটিএ, ফায়ার সাভিস, কোস্টগাড, নৌ পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টায় চরঝাপটা কাছে তেলের ট্যাঙ্ককারের সাথে ধাক্কায় ডুবে যায় মাটি বোঝাই "জাকির দেওয়ান" নামের ট্রলার ডুবে যায়। বেচে যাওয়া শ্রমিক শাহ আলন ও মামুন জানান, মাটি বোঝাই ট্রলাটি কুমিল্লার দাউদকান্দি থেকে নারায়ণগঞ্জের ফতুল্লার দিকে যাচ্ছিল। এর অধিকাংশ শ্রমিক ঘুমন্ত অবস্থায় ছিলো। বিপরীত দিক থেকে আসা চাঁদপুর গামী মালবাহী জাহাজটির সাথে ধাক্কা লাগে। এসময় ডুবে যায় মাটিবোঝাই ট্রলারটি। ৩৪ শ্রমিকের মধ্যে ১৪ জন শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারে। বাকী ২০ জনের ভাগ্যে কি হয়েছে জানা যায়নি।
×