ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাবিতে তিন দোকান মালিককে জরিমানা

প্রকাশিত: ২২:২৮, ১৭ জানুয়ারি ২০১৯

রাবিতে তিন দোকান মালিককে জরিমানা

রাবি সংবাদদাতা ॥ মেয়াদ উর্ত্তীর্ণ ও ভেজালযুক্ত পণ্য রাখার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সংলগ্ন স্টেশন বাজার এলাকার তিনটি দোকান মালিককে জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় অভিযান চালিয়ে এসব দোকান মালিককে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। রাজশাহীর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ এই অভিযানে নেতৃত্ব দেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় স্টেশন বাজারে বটতলা হোটেলে মোটা লবন ব্যবহার ও খাবারের মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা, ফারুক জীবন ভ্যারাইটিজ দোকানে মেয়াদ উর্ত্তীর্ণ হলুদ ও জুস রাখার দায়ে ৫ হাজার টাকা, হাসান ফার্মেসিতে মেয়াদ উর্ত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রাজশাহী জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, স্টেশন বাজারের তিনটি দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৩৮ নং ধারা অনুযায়ী ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
×