ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেলবোর্নে শুক্রবার অস্ট্রেলিয়ার হয়ে দেখা যাবে না লায়ন-বেহরেনডর্ফকে

প্রকাশিত: ২৩:৩৮, ১৭ জানুয়ারি ২০১৯

মেলবোর্নে শুক্রবার অস্ট্রেলিয়ার হয়ে দেখা যাবে না লায়ন-বেহরেনডর্ফকে

অনলাইন ডেস্ক ॥ নেথান লায়নের বিশ্বকাপ খেলার স্বপ্নে কি পড়ল কাঁটা? তেমন ইঙ্গিত একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মেলবোর্নে শুক্রবার সিরিজের নির্ণায়ক একদিনের ম্যাচের দল থেকে বাদ পড়লেন তিনি। তাঁর পরিবর্তে অস্ট্রেলিয়ার প্রথম এগারোয় এলেন লেগস্পিনার অ্যাডাম জাম্পা। ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম দুই ওয়ানডে ম্যাচে খেলেছিলেন লায়ন। কিন্তু কোনও উইকেট পাননি। সিডনিতে প্রথম ম্যাচে দিয়েছিলেন ৫৯ রান। অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দেন ৫০ রান। অজি টিম ম্যানেজমেন্ট তাই দেখে নিতে চাইছে জাম্পাকে। ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন জাম্পা। তিন ম্যাচের দুই ইনিংসে আট ওভার হাত ঘুরিয়ে ৪৪ রান দিয়ে নিয়েছিলেন তিন উইকেট। ইকনমি রেট ছিল ৫.৫০। যা অজি বোলারদের মধ্যে সেরা ছিল। ১৪.৬৬ গড়ও ছিল অস্ট্রেলিয়ার সেরা। চোটের জন্য অস্ট্রেলিয়া অবশ্য আরও একটা পরিবর্তন করতে বাধ্য হচ্ছে। বাঁ-হাতি পেসার জেসন বেহরেনডর্ফের পিঠে সমস্যা রয়েছে। অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচের পরই তা জানা গিয়েছিল অধিনায়ক অ্যারন ফিঞ্চের কথায়। সেই কারণেই মেলবোর্নে খেলতে পারবেন না তিনি। বেহরেনডর্ফের পরিবর্তে দলে এসেছেন বিলি স্ট্যানলেক। ১৩ জনের স্কোয়াডে পেসার বলতে তিনিই একমাত্র ছিলেন। তিন ম্যাচের সিরিজ এখন ১-১ অবস্থায়। সিডনিতে প্রথম ম্যাচে ৩৪ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে ভারত জেতে ছয় উইকেট। এই অবস্থায় শুক্রবারের ম্যাচের দিকে চোখ রয়েছে ক্রিকেটমহলের। অস্ট্রেলিয়া সিরিজ জিতলে তা হবে দুই বছরে তাদের প্রথম একদিনের সিরিজ জয়। ভারত আবার কখনও অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজ জেতেনি। সুতরাং বিরাট কোহালির দলের সামনে ফের নতুন ইতিহাস গড়ার হাতছানি। সূত্র : আনন্দবাজার পত্রিকা
×