ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে ঠান্ডাজনিত রোগে দেড় মাসে ১৭০শিশুর মৃত্যু

প্রকাশিত: ০০:২১, ১৭ জানুয়ারি ২০১৯

 বরিশালে ঠান্ডাজনিত রোগে দেড় মাসে ১৭০শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ প্রচন্ড শীতে বরিশালে শিশুদের ঠান্ডাজনিত রোগ প্রকোপ আকারে ধারণ করেছে। ঠান্ডায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যাও আগের চেয়ে বেড়েছে হাসপাতালগুলোতে। গত দেড়মাসে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিতে আসা ১৭০ শিশুর মৃত্যু হয়েছে। এদের বেশীর ভাগই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতলে ভর্তি হয়েছিল। এছাড়া হাসপাতালে শয্যা সংকট থাকায় সেখানে চিকিৎসা নিতে আসা শিশু ও অভিভাবকদেরও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, ডিসেম্বর মাস থেকে গত ১৫ জানুয়ারি পর্যন্ত শেবাচিমে ১৭০ শিশুর মৃত্যু হয়েছে। প্রতিদিন গড়ে শেবাচিম হাসপাতালে মারা গেছে চারজন শিশু। শেবাচিম হাসপাতাল ছাড়াও নগরীর বিভিন্ন ক্লিনিক এবং বেসরকারী হাসপাতালেও চিকিৎসা নিচ্ছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুরা। শেবাচিম হাসপাতালের শিশু বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফাইজুল হক বলেন, গত শনিবার একদিনে সর্বাধিক সাতজন শিশুর মারা গেছে। শীতের প্রকোপে শিশুরা নিউমোনিয়া, ব্রঙ্কাকাইটিস, অ্যাজমাসহ নানারোগে আক্রান্ত হচ্ছে। যেসব শিশুরা শ্বাসকস্ট নিয়ে ভর্তি হয় তাদের চিকিৎসা দেওয়া জটিল হয়ে পরেছে। শেবাচিম হাসপাতাল সূত্রে আরও জানা গেছে, এ হাসপাতালে শিশু বিভাগে ৪৮টি শয্যার বিপরীতে গড়ে প্রতিদিন দুই শতাধিক রোগী চিকিৎসাধীন থাকে। বহিঃবিভাগে চিকিৎসা নেয় আরও দুই শতাধিক শিশু। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম খেতে হয়। বরিশালের শিশু সংগঠক ও খেলাঘরের সভাপতি জীবন কৃষ্ণ দে বলেন, বরিশাল বিভাগে এখন পর্যন্ত বিশেষায়িত শিশু হাসপাতাল গড়ে ওঠেনি। তাই শিশুরা যথাযথ চিকিৎসা পাচ্ছেনা। শেবাচিম হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন জানান, দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত এলাকায় ঠান্ডাজনিত রোগে আক্রান্ত শিশুরা এই হাসপাতালে ভর্তি হচ্ছে। নানা কারণে অভিভাবকরা যথাসময়ে হাসপাতালে পৌঁছতে না পারার কারণে যথাযথ চিকিৎসার অভাবে শিশু মৃত্যুর হার কিছুটা বৃদ্ধি পেয়েছে।
×