ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপির প্রতিনিধি ছাড়াই বৈঠকে ঐক্যফ্রন্ট

প্রকাশিত: ০১:৪২, ১৭ জানুয়ারি ২০১৯

বিএনপির প্রতিনিধি ছাড়াই বৈঠকে ঐক্যফ্রন্ট

অনলাইন রিপোর্টার ॥ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জোটের আগামী দিনের কর্মপন্থা ঠিক করতে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। তবে বৈঠকে উপস্থিত হননি বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেল ৫টার কিছু আগে রাজধানীর মতিঝিলে গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ড. কামাল হোসেন ছাড়াও ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মুনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার প্রমুখ উপস্থিত রয়েছেন। ঐক্যফ্রন্ট সূত্র জানিয়েছে, অসুস্থতার কারণে বৈঠকে যোগ দেননি মির্জা ফখরুল। এ ব্যাপারে বক্তব্য জানতে মির্জা ফখরুলের একান্ত সচিব মো. ইউনুসকে ফোন দিলেও তা বন্ধ পাওয়া গেছে। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ রয়েছেন। কিন্তু আজকের খন্দকার মোশাররফ ও মওদুদ আহমদ বা দলটির কোনো প্রতিনিধিকে বৈঠকে দেখা যায়নি। অনলাইন রিপোর্টার ॥ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে জোটের আগামী দিনের কর্মপন্থা ঠিক করতে বৈঠকে বসেছেন জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির নেতারা। তবে বৈঠকে উপস্থিত হননি বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার বিকেল ৫টার কিছু আগে রাজধানীর মতিঝিলে গণফোরামের সভাপতি ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক শুরু হয়। বৈঠকে ড. কামাল হোসেন ছাড়াও ঐক্যফ্রন্ট নেতাদের মধ্যে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মুনসুর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু, নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা শহীদুল্লাহ কায়সার প্রমুখ উপস্থিত রয়েছেন। ঐক্যফ্রন্ট সূত্র জানিয়েছে, অসুস্থতার কারণে বৈঠকে যোগ দেননি মির্জা ফখরুল। এ ব্যাপারে বক্তব্য জানতে মির্জা ফখরুলের একান্ত সচিব মো. ইউনুসকে ফোন দিলেও তা বন্ধ পাওয়া গেছে। জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও ব্যারিস্টার মওদুদ আহমদ রয়েছেন। কিন্তু আজকের খন্দকার মোশাররফ ও মওদুদ আহমদ বা দলটির কোনো প্রতিনিধিকে বৈঠকে দেখা যায়নি।
×