ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে অধ্যক্ষ কর্তৃক দুই স্কুল ছাত্রী শ্লীলতাহানীর ঘটনা তদন্ত শুরু

প্রকাশিত: ০৩:০৩, ১৭ জানুয়ারি ২০১৯

মির্জাপুরে অধ্যক্ষ কর্তৃক দুই স্কুল ছাত্রী শ্লীলতাহানীর ঘটনা তদন্ত শুরু

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর ॥ মির্জাপুরে দুই স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনাটি তদন্ত শুরু করেছে তদন্ত কমিটি। বৃহস্পতিবার তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রধান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদের নেতৃত্বে এ তদন্ত কাজ শুরু হয় বলে জানা গেছে। এ সময় অপর তদন্ত কর্মকর্তা উপজেলা কৃষি কর্মকর্তা মশিউর রহমান উপস্থিত ছিলেন। তবে অন্য তদন্ত কর্মকর্তা মহিলা বিষয়ক কর্মকর্তা মিনু পারভীন উপস্থিত ছিলেন না। গত ২০ ডিসেম্বর দুপুর বারটার দিকে মির্জাপুর মহিলা কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ কলেজের একটি কক্ষে আটকিয়ে ওই দুই স্কুল ছাত্রীকে শ্লীলতাহানী করে বলে দুই স্কুল ছাত্রীর মা মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেন। দুই স্কুল ছাত্রীর শ্লীলতাহানীর ঘটনাটির সত্যতা উদঘাটনের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক। তদন্ত কমিটি বৃহস্পতিবার সকালে তদন্ত শুরু কাজ করেন বলে কমিটির প্রধান মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ জানিয়েছেন। ঘটনাস্থলে গিয়ে এক ভিকটিম ও তার মায়ের জবানী নেয়া ছাড়াও তিন জনের সাথে এ বিষয়ে কথা বলেছেন বলে তদন্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানিয়েছেন।
×