ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরের চলন্ত বাস থেকে ফেলে শিক্ষার্থীকে খুনের অভিযোগ

প্রকাশিত: ০৩:২৪, ১৭ জানুয়ারি ২০১৯

গাজীপুরের চলন্ত বাস থেকে ফেলে শিক্ষার্থীকে খুনের অভিযোগ

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বৃহষ্পতিবার এক স্কুল ছাত্রকে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করেছে। নিহতের নাম হযরত ওমর (১৪)। সে যশোরের চৌগাছা থানার বিল কুষ্টিয়া এলাকার শিমুল হোসেনের একমাত্র সন্তান। ওমর কালিয়াকৈরের চন্দ্রাস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর ছাত্র। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার দাস, পুলিশ ও শিক্ষার্থীরা জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকার ভাড়া বাসায় স্ত্রী ও একমাত্র সন্তানকে নিয়ে বসবাস করে স্থানীয় একটি পোশাক কারখানার চাকুরি করেন শিমুল হোসেন। তার ছেলে হযরত ওমর বৃহষ্পতিবার দুপুরে ছুটির পর বিদ্যালয় থেকে বাসায় ফিরছিল। পথে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস স্টপেজ হতে ঢাকাগামী আজমেরী পরিবহনের একটি বাসে উঠে সে। এসময় ওমরকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে নীচে ফেলে দেয় ওই বাসের হেলপার। এতে মাটিতে পড়ে একই বাসের সঙ্গে সজোরে ধাক্কা খেয়ে আহত হয় ওমর। স্থানীয়রা গুরুতর আহত শিক্ষার্থী ওমরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে হযরত ওমর মারা যায়। শিক্ষার্থী নিহত হওয়ার খবর পেয়ে শিক্ষক ও শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে যায়। এসময় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কোনাবাড়ি হাইওয়ে থানার ওসি মজিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পুলিশ নিহতের লাশ উদ্ধার ও ঘাতক বাসটি আটক করে। তবে বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়েছে।
×