ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্প ও পেলোসির ঠাণ্ডা লড়াই

প্রকাশিত: ০৪:২২, ১৮ জানুয়ারি ২০১৯

ট্রাম্প ও পেলোসির ঠাণ্ডা লড়াই

কংগ্রেসে প্রেসিডেন্টের স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেয়ার জন্য প্রেসিডেন্টকে পেলোসি আমন্ত্রণ না জানানোর সিদ্ধান্ত নিয়েছেন। বিষয়টি হলো ট্রাম্পকে মনে করিয়ে দেয়া যে তার পুরো ক্ষমতা সম্পর্কে তিনি কতটুকু অবগত ও সরকারের সমান একটি বিভাগ হচ্ছে কংগ্রেস সেটি। এক স্বাক্ষাতকারে পেলোসি বিষয়টি আবারও মনে করিয়ে দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের কংগ্রেসের কাজ হলো অভ্যন্তরীণ কাজ করা। তাই আমরা দায়িত্বশীলতা নিয়ে সম্মানের সঙ্গে আমাদের আমন্ত্রণের সময়সীমা বাড়াতে চাচ্ছি। যদি তিনি চান তবে কাজটি তার ওভাল অফিস থেকে করতে পারেন।’ পেলোসি ট্রাম্পকে বুঝিয়ে দিয়েছেন যে, তারা তাকে যৌথ অধিবেশনে বক্তব্য দিতে আমন্ত্রণ জানাবেন না। তারা ট্রাম্পকে কোন ছাড় দেবেন না। সিএনএন ও নিউইয়র্ক টাইমস। রাজনীতিতে কখনও কখনও সর্বাধিক ক্ষমতাসীন লোকেরা অনেক সময় কথার খেই হারিয়ে ফেলেন। তবে অনেক সময় তা হলো খুবই বুদ্ধিদীপ্ত হয়ে থাকে। তেমনটিই হয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসির বুধবারের বিবৃতিতে। এর আগে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি সিনেটর লিন্ডসে গ্রাহামের তিন সপ্তাহের জন্য সরকারের অচলাবস্থা স্থগিত করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সাউথ ক্যারোলিনার সিনেটর গ্রাহাম প্রেসিডেন্টের কাছে প্রস্তাব দিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার কথা বলেন। রক্ষণশীল সংবাদ মাধ্যমগুলো প্রেসিডেন্টের পক্ষে অবস্থান নিয়েছেন। তবে প্রশ্ন হলো কত দিন তারা ও রিপাবলিকান আইনপ্রণেতারা তার প্রতি সমর্থন অব্যাহত রাখবেন। পেলোসি প্রেসিডেন্টকে উদ্দেশ করে লিখেছেন, দুঃখজনকভাবে, নিরাপত্তা সম্পর্কে উদ্বেগ ও এই সপ্তাহে সরকারী কার্যক্রম পুনরায় শুরু না করা পর্যন্ত; আমি পরামর্শ দিচ্ছি যে, প্রেসিডেন্ট কংগ্রেসে ২৬ জানুয়ারি ভাষণ না দিয়ে বরং তার জন্য অন্য কোন উপযুক্ত তারিখ নির্ধারণ করা হোক। সরকারের কার্যক্রম শুরু হওয়ার পরই প্রেসিডেন্ট তার ভাষণটি দেবেন। সেই লক্ষ্যেই আমরা একসঙ্গে কাজ করে যাব। সরকারের অচলাবস্থার পরিসমাপ্তি ঘটিয়ে সরকারী কার্যক্রম পুনরায় না শুরু করা পর্যন্ত এটি চলতে থাকবে। প্রতিনিধি পরিষদের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা স্টিনি হোয়ার এক সাক্ষাতকারে ঘোষণা করেছেন যে, স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণ স্থগিত রাখা হলো। একটি যৌক্তিক দৃষ্টিকোন থেকে পেলোসি তার অধিকারের মধ্যে ভাল কাজটিই করেছেন। যা হলো আমন্ত্রণ বাতিল করা। সীমান্তে দেয়াল তৈরির জন্য ট্রাম্প ৫.৭ বিলিয়ন ডলার বরাদ্দ চেয়েছিলেন। কিন্তু ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত কংগ্রেসের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদ সেটি অনুমোদন করতে রাজি হয়নি। অন্যদিকে ডেমোক্র্যাটরা যে বরাদ্দ প্রস্তাব দিয়েছে ট্রাম্প সেটি মেনে নিতে অস্বীকার করেছেন। পেলোসি বলেছেন তারা ১.৩ বিলিয়নের বেশি অর্থ কিছুতেই অনুমোদন করবেন না। এই অর্থ দেয়াল নির্মাণের জন্য নয় বরং বিদ্যমান বেড়া সংস্কার ও সীমান্ত বিষয়ক অন্যান্য খরচের জন্য। ফলে সরকারের এই অচলাবস্থা তৈরি হয়েছে। শাট ডাউন অব্যাহত থাকায় এফবিআই এজেন্ট, এয়ার ট্রাফিক কন্ট্রোলার থেকে শুরু করে মিউজিয়াম স্টাফ পর্যন্ত বিভিন্ন বিভাগের কর্মচারীরা তাদের পূর্ব নির্ধারিত পে-চেক পানানি। ১১ জানুয়ারি এটি সে দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের রেকর্ড তৈরি করে। এর আগে বিল ক্লিনটনের সময় ১৯৯৫-৯৬ সালে সর্বোচ্চ ২১ দিন শাট ডাউন হয়েছিল। ট্রাম্প ইতোপূর্বেই হুমকি দিয়ে রেখেছিলেন যে, তার দাবি অনুযায়ী বাজেট বরাদ্দ অনুমোদন করা না হলে তিনি জরুরী অবস্থা ঘোষণাসহ কংগ্রেসের অনুমোদন ছাড়াই বাজেট পাস করিয়ে নেয়ার মতো কঠিন পদক্ষেপ নিতে পারেন।
×